E-Wallet তৈরি করে প্রতারনা !! উদ্ধার ৯ হাজার সিম কার্ড এবং গ্রেফতার ৬

E-Wallet তৈরি করে প্রতারনা !! উদ্ধার ৯ হাজার সিম কার্ড এবং গ্রেফতার ৬

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
E-Wallet
E-Wallet
ছবি সংগ্রহে সাইন টিভি ২৪x৭

সাইন টিভি ডেস্কঃ বিভিন্ন ব্যাক্তির ভুয়ো নথি দিয়ে  সিম তোলা ও সেই সিমের ভিত্তিতে E-Wallet -এ তৈরী করে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইবার প্রতারকদের বিক্রি করার বড়সড় চক্রের পর্দাফাঁস হল বাঁকুড়ায়। এই ঘটনায় ভুয়ো নথির ভিত্তিতে তোলা প্রায় ন’ হাজার সিম কার্ড,  দশ হাজারের বেশি E-Wallet -এ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ পনেরো হাজার টাকা , সাতটি ব্যাঙ্ক আকাউন্টের পাসবই । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে ।

ধৃতদের বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আদালত তাদের ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় । এই ঘটনায় জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । সম্প্রতি বিশেষ সূত্রে বাঁকুড়ার পুলিশ জানতে পারে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাইবার প্রতারণার বড়সড় জাল। ঘটনার তদন্তে নেমে রীতিমত চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। জানা গেছে কোতুলপুর এলাকার সিম কার্ড ব্যবসায়ী রামপ্রসাদ দিগরের কাছ থেকে একসাথে হাজার হাজার প্রি আক্টিভেটেড সিম কার্ড কিনত বাঁকুড়ার ধবগ্রামের বাসিন্দা অভিষেক মন্ডল।

এই অভিষেক মন্ডল প্রতিটি সিমের জন্য কাস্টমার আপ্লিকেশান ফর্মে ভুয়ো নথি দাখিল করে তা আক্টিভেট করত। এরপর প্রতিটি সিম কার্ডের ভিত্তিতে একটি করে ই ওয়ালেট তৈরী করত এই অভিষেক মন্ডল। পুলিশ তদন্তে জানতে পেরেছে সিমগুলির কাস্টমার আপ্লিকেশান ফর্মে বিভিন্ন জায়গা ও সোস্যাল সাইট থেকে সংগৃহিত এক ব্যাক্তির ছবি ও অন্য ব্যাক্তির নথি দাখিল করা হত। প্রতিটি সিমকার্ডের ভিত্তিতে তৈরী করা ই ওয়ালেট ও তার পাসওয়ার্ড  মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতারক গোষ্ঠীকে। এই প্রতারক গোষ্ঠীর সাথে অভিষেক মন্ডল যোগাযোগ রাখত টেলিগ্রাম নামক একটি বিশেষ মোবাইল আপ্লিকেশানের মাধ্যমে। ই ওয়ালেট বিক্রি করার টাকা অভিষেক বিনিয়োগ করেছিল ক্রিপ্টো কারেন্সিতে। এজন্য একাধিক ক্রিপ্টো ওয়ালেটও তৈরী করা হয়েছিল বলে জানতে পারে তদন্তকারীরা।

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তের প্রতারকরা এই ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে টাকা লেনদেন করত অভিষেক মন্ডলের সঙ্গে। পুলিশ তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে বহু ভুয়ো নথি উদ্ধারের পাশাপাশি ৮২৮২ টি ভুয়ো প্রি আক্টিভেটেড সিম,  ৭ টি বিভিন্ন ব্যাঙ্কের পাসবই, ২৩ টি মোবাইল,  ১ টি ল্যাপটপ,  একটি ডেস্কটক,  ১ টি ক্যামেরা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকা ও ১৫ টি ডেবিট কার্ড উদ্ধার করেছে। এর পাশাপাশি দশ হাজারের বেশি ভুয়ো ই ওয়ালেটের হদিশ পেয়েছে তদন্তকারীরা। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ গত দু বছরের বেশি সময় ধরে সক্রিয় রয়েছে এই চক্রটি । এই পদ্ধতিতে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকার লেনদেন করেছে চক্রটি । এই চক্রের সাথে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক  বড়  প্রতারক চক্রের যোগ রয়েছে বলেও আমাদের ধারণা” ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top