নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ৮ নভেম্বর, ২০২০:আজ সকালে সল্টলেকে সি কে মার্কেট এবং জিডি মার্কেট সহ বিভিন্ন বাজারে ইডির আধিকারিকরা পর্যবেক্ষণে গিয়েছিলেন। কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে । সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইডির আধিকারিকরা আচমকা বাজারে হানা দেয়।
মূলত সবজি মার্কেটে প্রথমে তারা ঢুকে খতিয়ে দেখে আলু পিয়াজ সহ অন্যান্য সবজি এবং জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা ।পাশাপাশি তারা মাছের বাজারে হানা দেয় সেখানেও তারা দেখে মাছের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখে।
আরও পড়ুন…এবারে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল মালদায়
এরপর কোন ব্যবসায়ী পিয়াজ বা আলু গোডাউন স্টক করে রেখেছে কিনা তা খতিয়ে দেখে। এবং সরকারি নিয়ম মেনে সবাইকে জিনিসপত্রের দাম ঠিকঠাক নিতে হবে, গোডাউনে কাঁচা জিনিসপত্র স্টক করে রাখা যাবে না নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক বাজার কমিটি কে এবং ব্যবসায়ীদেরকে এমনটাই জানান ইডির আধিকারিকরা ।