২০২৪ -এ লোকসভা, আর এই মেগা লড়াইয়ের আগে রয়েছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু কবে সেই নির্বাচন? সুত্রের খবর বিধানসভা ভোটের দিনক্ষণ আজই ঘোষণা করতে চলেছে নির্বাচন ক্মশন। ভোট হবে মিজোরাম, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানায়। পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। এর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ২৯টি লোকসভা আসন। রাজস্থানে লোকসভা আসন ২৫টি। তেলঙ্গানায় ১৭, ছত্তীসগঢ়ে ১১ এবং মিজোরামে একটিমাত্র লোকসভা আসন। পিটিআই সূত্রের খবর, আজই দেশের ৫ রাজ্যের ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, মধ্য়প্রদেশ এবং মিজোরামের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা কমিশনের।
আরও পড়ুনঃ কামদুনি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য, চলতি সপ্তাহতেই রয়েছে শুনানির সম্ভাবনা
চলতি বছরের ১৭ ডিসেম্বর শেষ হচ্ছে মিজোরাম রাজ্যের বিধানসভার মেয়াদ। বিজেপির জোটসঙ্গী মিজো ন্যাশন্যাল ফ্রন্ট (এমএনএফ) উত্তর পূর্ব রাজ্যে ক্ষমতায় রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের। তেলেঙ্গানা,রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভার মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হতে চলেছে। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)। সেখানে এবার ক্ষমতাসীন দলের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। তেলেঙ্গানা,রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভার মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হতে চলেছে। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)। সেখানে এবার ক্ষমতাসীন দলের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।
অন্যদিকে, বিজেপি শাসিত রাজ্য রয়েছে মধ্যপ্রদেশ। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। ছত্তিশগড় ও রাজস্থানে রয়েছে কংগ্রেসের সরকার। ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে তাদের সরাসরি লড়াই। ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছে কমিশন। বিজেপি শাসিত রাজ্য রয়েছে মধ্যপ্রদেশ। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। ছত্তিশগড় ও রাজস্থানে রয়েছে কংগ্রেসের সরকার। ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে তাদের সরাসরি লড়াই। ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছে কমিশন।