Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ED -র ১২৬ পাতার চার্জশিটে আরও কি কি রয়েছে ?

‘কালীঘাটের কাকুর’ সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও, ED -র ১২৬ পাতার চার্জশিটে আরও কি কি রয়েছে ?

‘কালীঘাটের কাকুর’ সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও, ED -র ১২৬ পাতার চার্জশিটে আরও কি কি রয়েছে ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কালীঘাটের কাকুর’ সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও, ED -র ১২৬ পাতার চার্জশিটে আরও কি কি রয়েছে ? নিয়োগ কেলেঙ্কারি মামলায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি(ED) । নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Kriushna Bhadra) বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। ১২৬ পাতার চার্জশিট পেশ করা হয়েছে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) বিরুদ্ধে। সঙ্গে ৭ হাজার পাতার নথিও জমা দিয়েছে তদন্তকারীরা। কালীঘাটের কাকু  (Sujay Kriushna Bhadra)  ছাড়াও চার্জশিটে নাম রয়েছে তাঁর সংস্থার। ২০ কোটি টাকার লেনদেনের উল্লেখের পাশাপাশি আরও ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও লেখা হয়েছে চার্জশিটে। অর্থাৎ এখনও অবধি ২৩ কোটির খোঁজ মিলেছে শুধু কাকুর (Sujay Kriushna Bhadra) সূত্র ধরেই।

 

 

 

 

 

 

 

ইডির (ED) হাতে গ্রেফতার হলেও কালীঘাটের কাকু (Sujay Kriushna Bhadra) আপাতত এসএসকেএমে (SSKM) ভর্তি। তাঁর বাইপাস সার্জারি হবে বলে সূত্রের খবর। তবে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে নারাজ কালীঘাটের কাকু (Sujay Kriushna Bhadra) । এ নিয়ে নিম্ন আদালতে আবেদন করেছিলেন। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে চান তিনি। নিম্ন আদালত আবেদন খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)  গিয়েছেন তিনি। আগামী সপ্তাহে হয়ত মামলার শুনানি হবে।

 

 

 

 

আরও পড়ুন – ভারতে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম জাদুঘর , তৈরিতে খরচ কোটি কোটি…

 

 

আরও পড়ুন –   ডেঙ্গি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা মালদা জেলা স্বাস্থ্য বিভাগের, ডেঙ্গুর প্রভাব কতোটা মালদায়?…

 

 

কালীঘাটের কাকুর সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও উল্লেখ রয়েছে চার্জশিটে। নিয়োগ কেলেঙ্কারি মামলায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারি ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল। ১২৬ পাতার মূল চার্জশিটে নাম রয়েছে কাকুর। এছাড়া ৭ হাজার পাতার নথিও জমা পড়েছে।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top