মানিকপুত্রর নামে লুকআউট নোটিস ED র , মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের নামে সার্কুলার। পাঠানো হল এয়ারপোর্ট অথরিটি ও অভিবাসন দফতরের কাছে। SC নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( SSC Recruitment Scam) এই প্রথম লুকআউট নোটিস সার্কুলার জারি করল ইডি ( ED )। প্রাথমিক শিক্ষা পর্ষদের ( Primary Board Of Education ) প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ( Manik Bhattacharya) ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে সার্কুলার জারি হয়েছে।এর আগে সৌভিক ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ২২ ফেব্রুয়ারি সৌভিকের জামিন আবেদনের শুনানি রয়েছে। ইডি সূত্রে খবর, তার আগে মানিক-পুত্রের গা ঢাকা দেওয়ার আশঙ্কাতেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে সিবিআই ( CBI )।
গত ৮ ফেব্রুয়ারি, নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না। ইডি-র দাবি, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাতিল ও ফেল করা চাকরিপ্রার্থীদের পাস করাতে ১ লক্ষ ও নিয়োগ পাইয়ে দিতে ৫ লক্ষ টাকা নিতেন মানিক।
আরও পড়ুন – সামান্থাকে দেখা যাবে না ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে, কী কারণে এই ছবি…
ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও অভিবাসন দফতরের কাছে সৌভিকের ছবি, পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-পুত্রের ( Souvik Bhattacharya ) বিরুদ্ধে কী অভিযোগ, সেই সমস্ত তথ্য পাঠানো হয়েছে। গত ৭ ডিসেম্বর, আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে মানিক ভট্টাচার্যর পাশাপাশি, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য, ছেলে সৌভিক ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম ছিল।