আগামী সপ্তাহে অনুব্রতর কন্যাকে দিল্লিতে তলব ইডির,আদৌ যাবেন? অনুব্রতর এক সময়ের দেহরক্ষী তথা ছায়াসঙ্গী সায়গল হোসেন ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেলে। ফের দিল্লিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়েকে তলব ইডির। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) সুকন্যা মণ্ডলকে দিল্লিতে হাজির হতে বলেছে। অনুব্রত মণ্ডল তখন আসানসোল সংশোধনাগারে। সেই সময় একবার ইডির তলবে সাড়া দিয়ে দিল্লি গিয়েছিলেন সুকন্যা। এরপর আরও দু’বার তাঁকে দিল্লিতে ডাকা হলেও সে তলব তিনি এড়িয়ে যান। শরীর ভাল নেই বলে ইডিকে জানান। এরইমধ্যে সূত্রের খবর, পয়লা বৈশাখের আগে আবারও তাঁকে দিল্লিতেই ডাকা হয়েছে। যদিও এবার তিনি দিল্লি যাবেন নাকি হাজিরা এড়িয়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়।
সুকন্যার এত বৈষয়িক প্রাচুর্য কীভাবে হল তা জানতে চায় ইডি। একবার ইডির মুখোমুখি হলেও সুকন্যা ইডির প্রশ্নের যথাযথ জবাব দেননি বলেই সূত্রের খবর। এরপর আরও দু’বার ডাকা হলেও দিল্লি যাননি তিনি। এবার আবারও তলব। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর একের পর এক চোখ কপালে ওঠার মতো তথ্য সামনে আসে। বিপুল সম্পত্তি, প্রতিপত্তির পাশাপাশি গরু পাচারে তাঁর ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। অনুব্রতর এক সময়ের দেহরক্ষী তথা ছায়াসঙ্গী সায়গল হোসেন ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেলে। অনুব্রত মণ্ডলও তিহাড় জেলেই আছেন। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও দিল্লিতে গ্রেফতার করা হয়। এরইমধ্যে আবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তলব করল ইডি।
আরও পড়ুন – চেন্নাই-কোয়েম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকেছিল ইডি। সূত্রের খবর, সুকন্যার নামে বিপুল সম্পত্তি রয়েছে। নগদ টাকা থেকে জমিজমা, চালকল, আরও অনেক কিছু। সুকন্যা আবার বোলপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও। কীভাবে এই চাকরি তিনি পেলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কস্মিনকালেও এই ‘দিদিমণি’ স্কুলে যান না বলেই দাবি শিক্ষার্থী, অভিভাবকদের। যদিও তদন্তের এসব দিক সিবিআই দেখবে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )