প্রায় আড়াই মাস আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলো কর্মসূচির ঘোষণা করেছিলেন দলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে সেই ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। আর এরই মাঝে ফের তৃণমূলের ধর্ণা কর্মসূচির দিনেই ইডির তলব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বারংবার দলের পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে রাজনৈতিক অভিসন্ধির প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে রাজ্যজুড়ে নিম্নচাপের চোখরাঙানি, হলুদ সতর্কতা একাধিক জায়গায়
বস্তুত, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে অভিষেককে তলব করেছিল ইডি। তাৎপর্যপূর্ণভাবে, সেদিনই দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। জোটের সংশ্লিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই বৈঠকে হাজির থাকার কথা ছিল অভিষেকের। স্বভাবতই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল।
ইডি তলবের চিঠি এদিন দুপুরে টুইট করেছেন অভিষেক। টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, “এই মাসের শুরুর দিকে, দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয়কারী বৈঠকের সঙ্গে মিল রেখে একইদিনে ইডি আমাকে তলব করেছিল। আমি দায়িত্ব সহকারে ওদের সমন মেনে হাজিরা দিয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) ইডি আবার আমাকে সমন পাঠিয়ে দেখা করতে বলেছে ৩ অক্টোবর, যেদিন দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রতিবাদ আন্দোলন শুরু হবে।”
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় নব জোয়ারের কর্মসূচি নিয়েছিলেন অভিষেক। সেই সময়ও তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৩ সেপ্টেম্বর টানা প্রায় ৯ ঘণ্টা ইডির জেরার মুখোমুখি শেষে বাইরে বেরিয়ে অভিষেক বলেছিলেন, “বারে বারে একই প্রশ্ন। জেরার নামে হয়রানি করা হচ্ছে। এর আগে নিট ফল ছিল জ়িরো। এখন আরও ২ নম্বর কমলো, মাইনাস টু। নিট ফল মাইনাস টু।” অভিযোগ করেছিলেন, ‘সমন্বয় বৈঠকে যাতে যোগ না দিতে পারি, তার জন্যই বেছে বেছে আজকে নোটিশ পাঠানো হয়েছে।’ জেরার নামে হয়রানি করা হচ্ছে। এর আগে নিট ফল ছিল জ়িরো। এখন আরও ২ নম্বর কমলো, মাইনাস টু। নিট ফল মাইনাস টু।” অভিযোগ করেছিলেন, ‘সমন্বয় বৈঠকে যাতে যোগ না দিতে পারি, তার জন্যই বেছে বেছে আজকে নোটিশ পাঠানো হয়েছে।’
বস্তুত, এর আগেই অভিষেক বলেছিলেন, “দশ পয়সার অভিযোগও কেউ প্রমাণ করতে পারলে আমাকে ডাকার দরকার নেই, ফাঁসির মঞ্চে আমি মৃত্যুবরণ করব।”