শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম বারের জন্য ইডি দফ্তরে এলো শান্তনু বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম বারের জন্য ইডি দফ্তরে এলো শান্তনু বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম বারের জন্য ইডি দফ্তরে এলো শান্তনু

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম বারের জন্য ইডি দফ্তরে এলো শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় আবার ইডি (ED) দফতরে হাজিরা দিলেন তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম বার ইডি দফতরে হাজিরা দিলেন তিনি।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম বারের জন্য ইডি দফ্তরে এলো শান্তনু বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজ ফের তিনি ইডি দপ্তরে আসেন তবে বেশ কিছু নথি সে সঙ্গে করে নিয়ে আসেন।

 

 

রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED)  দফতরে হাজিরা দিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম বার ইডি দফতরে হাজিরা দিলেন হুগলির তৃণমূলের যুব নেতা। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় সল্টলেকের সিজিও দফতরে (যেখানে ইডির দফতর রয়েছে) শান্তনুকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

 

 

বুধবারও শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। প্রায় ৭ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে সম্পত্তির নথি চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। তার পর বৃহস্পতিবার আবার শান্তনুকে তলব করা হয়। সেই মতো বিকেল ৪টের পর সিজিও  (CGO)কমপ্লেক্সে পৌঁছন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

 

 

নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ে আরও এক তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)  গ্রেফতারির পরই শান্তনু বন্দোপাধ্যায়ের নাম উঠে আসে। এই দুর্নীতিতে প্রথম থেকেই অস্বীকার করেছেন শান্তনু।এমনকি কুন্তলকে তিনি চেনেন না বলেও দাবি করেছেন। তবে ইডির  (ED) দাবি, ২০১৪ সাল থেকেই নিয়োগ দুর্নীতিতে জড়িত কুন্তল এবং শান্তনু। ইডি সূত্রে দাবি, এই কারবারে কুন্তলের ‘মেন্টর’ ছিলেন শান্তনু। তদন্তকারীদের দাবি, প্রভাবশালীদের সঙ্গে লেনদেনের দায়িত্বে ছিলেন শান্তনু। এই দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলের দাবি, শান্তনুর সঙ্গে কুন্তলই তাঁর পরিচয় করিয়েছিলেন।

 

 

আরোও পড়ুনস্বস্তি পেলেন পরেশ রাওয়াল, কড়া পদক্ষেপ না করার নির্দেশ বিচারপতির

শান্তনু প্রসঙ্গে কুন্তল বলেছেন, ‘‘শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কোনও কথা আমি বলতে পারব না। আমি জানি না।’’ তিনি এ-ও দাবি করেন, তাপসের সঙ্গে শান্তনুর আলাপ করিয়ে দেননি তিনি। নিউ টাউনের ফ্ল্যাটে তাঁদের তিন জনের কোনও বৈঠক হয়নি বলেও জানান কুন্তল।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top