একাদশ-দ্বাদশের পাঠ্যক্রমে একগুচ্ছ পরিবর্তন আনল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, রইলো বিস্তারিত….

একাদশ-দ্বাদশের পাঠ্যক্রমে একগুচ্ছ পরিবর্তন আনল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, রইলো বিস্তারিত….

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একাদশ-দ্বাদশের পাঠ্যক্রমে একগুচ্ছ পরিবর্তন আনল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, রইলো বিস্তারিত…. বোর্ডের পরীক্ষা বছরে দু’বার, পড়তে হবে দুই ভাষা, নতুন শিক্ষানীতি অনুযায়ী এক বিশেষ পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেনির জন্য নতুন নিয়ম চালু হবে। নতুন কিছু নিয়মের কথা বলা হয়েছে। এই নীতি কার্যকর হলে পঠন-পাঠনের ধরন অনেকটাই বদলে যাবে। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে, পড়ুয়ারা যাতে ভাল ফল করতে পারে, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়, তার জন্যই বছরে ২ বার পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

সম্প্রতি রাজ্যেও একাদশ-দ্বাদশের পঠন পাঠনের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হচ্ছে। রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী, বেশ কয়েকটি পরিবর্তনের খসড়া তৈরি করা হয়েছে। এছাড়া, বাংলা, ইংরেজি, হিন্দি -তিন ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই শিক্ষানীতিতে।

 

 

আরও পড়ুন –  ২০২৪ সালের ডিসেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল, দাবি…

 

 

নতুন কী কী নিয়ম চালু হচ্ছে, একনজরে

১. কেন্দ্রের বোর্ডগুলি অর্থাৎ আইসিএসসি বা সিবিএসসি এবার থেকে বছরে দু’বার করে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। যে পরীক্ষায় পড়ুয়ার প্রাপ্ত নম্বর বেশি হবে, সেটাই গৃহীত হবে।

২. একাদশ ও দ্বাদশ শ্রেনিতে এবার থেকে দুটি ভাষা পড়তে হবে। তার মধ্যে একটি অবশ্যই হবে ভারতীয় ভাষা।

৩. ২০২৪ সালের পাঠ্যক্রমের জন্য নতুন টেক্সট বই আনা হচ্ছে।

৪. একাদশ-দ্বাদশে বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে ‘স্ট্রিমে’ সীমাবদ্ধ থাকতে হবে না পড়ুয়াদের। যে কোনও বিষয় বেছে নিতে পারবেন তাঁরা। বর্তমানে মূলত আর্টস স্ট্রিম বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের। যে কোনও স্ট্রিমের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ই নেওয়া যায়।

৫. ক্লাসরুমে শুধুমাত্র টেক্সট বুক পড়ানোর ধারনায় বদল আনতে হবে। পাঠ্য পুস্তকের খরচও কমবে তাতে।

 

( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top