হাওড়া ও হুগলি জেলায় একাধিক জায়গায় নতুন করে পঞ্চায়েত নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের , পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তির ঘটনা একাধিক জায়গায়। ব্যালট ছিনতাই, লুঠ, ব্যালট গিলে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে। ফলাফল প্রকাশের পরেও একাধিক জেলায় একাধিক আসনে ভোট বাতিলের ঘোষণা করা হয়েছে। সেইসব কেন্দ্রগুলোতে নতুন করে নির্বাচন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, হাওড়া সাঁকরাইল, হুগলি জেলার সিঙ্গুরে একটি আসনে, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-২ ভুরকুণ্ডা যেখানে প্রার্থীর ব্যালট গিলে নেওয়ার অভিযোগ ওঠে, উত্তর ২৪ পরগনার গুমা পঞ্চায়েত আসনে নতুন করে নির্বাচনের ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ভোটের দিন হাওড়া জেলায় একাধিক জায়গায় ব্যালট লুঠ, পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। সাঁকরাইল ছাড়াও উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অশান্তি হয়। স্থানীয় বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হয় ব্যালট বক্স।
জানা যায়, পঞ্চায়েত নির্বাচনের দিন বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯-ক বুথের ভোট গ্রহণ সময় হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হামলা চালিয়ে ভাংচুর করা হয় ভোট গ্রহণ কেন্দ্র। ব্যালট লুঠ করে জলে ফেলে দেওয়া হয়। হাওড়া জেলায় একাধিক জায়গা তৃণমূলের ফ্লাইং টিম ভোট লুঠ করেছে বলে অভিযোগ উঠে আসে একাধিক জায়গা থেকে। হাওড়া সদরের বালি, জগাছা, সাঁকরাইলের একাধিক জায়গায় এই ফ্লাইং টিম অশান্তি, লুঠ করেছে অভিযোগ উঠে আসে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। বিজেপির তরফে প্রায় ৬০০০ বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। কিন্তু কমিশন তাদের কোনও আবেদনে মেনে নেয়নি বলে অভিযোগ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলার সাঁকরাইলের একাধিক আসনে নতুন করে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সাঁকরাইলের ১৫টি বুথে ফের ভোট গ্রহণ করা হবে। মানিকপুর এবং সারেঙ্গা পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, এই পঞ্চায়েত আসন গুলিতে ব্যালট লুঠ করার অভিযোগ এবং প্রমাণ রয়েছে। সিঙ্গুরে বেরাবেরি পঞ্চায়েত আসনে নতুন করে নির্বাচন হবে।
আরও পড়ুন – প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও নাম অনুব্রতর! জেরা করতে চায় ED
ব্যালট লুঠ, ব্যালট গিলে নেওয়া এছাড়াও আরও একাধিক অসঙ্গতির কারণে এই আসনগুলোর ফলাফল গ্রাহ্য করা হচ্ছে না। সেই কারণেই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে সেই ভোট গ্রহণ হবে তা সম্বন্ধে এখনও কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, হাওড়া জেলা ছাড়াও আরও একাধিক জায়গায় নতুন করে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সবকটি আসনে একই দিনে ভোট গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।