Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
২২ জেলায় স্পর্শকাতার বুথের তালিকা সামনে এসেছে।

স্পর্শকাতর বুথের তালিকায় শীর্ষে কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা কত নম্বরে জানেন?

স্পর্শকাতর বুথের তালিকায় শীর্ষে কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা কত নম্বরে জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্পর্শকাতর বুথের তালিকায় শীর্ষে কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা কত নম্বরে জানেন? ২২ জেলায় স্পর্শকাতার বুথের তালিকা সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে যে তালিকা জানা গিয়েছে, তাতে যে ২২ জেলায় ভোট হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে কোচবিহারে। এরপর হাওড়া, পুরুলিয়ার নাম। উল্লেখযোগ্যভাবে যে দক্ষিণ ২৪ পরগনায় এখনও প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠছে,সেই জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই কম। মোট ৬১ হাজার ৬৩৬টি পোলিং স্টেশন বা বুথ। এরমধ্যে ৪ হাজার ৮৩৪টি স্পর্শকাতর বুথ।শতাংশের নিরিখে ৭.৮৪।

 

 

 

 

 

 

 

২২ জেলায় স্পর্শকাতর বুথের তালিকা (তথ্য কমিশন সূত্রে)―
কোচবিহার: ২৩৮৫ বুথের মধ্যে স্পর্শকাতর ৩১৭টি। ১৩.২৯ শতাংশ

হাওড়া: ৩০৩১ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৫৩টি। ১১.৬৫ শতাংশ

পুরুলিয়া: ২৪০৫ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫৩টি। ১০.৫২ শতাংশ

মুর্শিদাবাদ: ৫৪৩৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৫৪১টি। ৯.৯৫ শতাংশ

নদিয়া: ৩৮৯৬ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৭৩টি। ৯.৫৭ শতাংশ

মালদহ: ৩০৩৫ বুথের মধ্যে স্পর্শকাতর ২৭০টি। ৮.৯০ শতাংশ

পূর্ব বর্ধমান: ৩৯৩৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৪২টি। ৮.৭০ শতাংশ

পূর্ব মেদিনীপুর: ৪১২৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৩৫৬টি। ৮.৬২ শতাংশ

বীরভূম: ২৭৬৮ বুথের মধ্যে স্পর্শকাতর ২২৮টি। ৮.২৪ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনা: ৬২২৬ বুথের মধ্যে স্পর্শকাতর ৫০২টি। ৮.০৬ শতাংশ

পশ্চিম মেদিনীপুর: ৩৮৬৭ বুথের মধ্যে স্পর্শকাতর ৩০৫টি। ৭.৮৯ শতাংশ

দক্ষিণ দিনাজপুর: ১২২৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৮৪টি। ৬.৮৭ শতাংশ

উত্তর ২৪ পরগনা: ৪৫৩২ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫৮টি। ৫.৬৯ শতাংশ

হুগলি: ৩৮৫১ বুথের মধ্যে স্পর্শকাতর ২০৯টি। ৫.৪৩ শতাংশ

দার্জিলিং: ৫১৪ বুথের মধ্যে স্পর্শকাতর ২৭টি। ৫.২৫ শতাংশ

উত্তর দিনাজপুর: ২১২৬ বুথের মধ্যে স্পর্শকাতর ১০৮টি। ৫.০৮ শতাংশ

জলপাইগুড়ি: ১৬৬০ বুথের মধ্যে স্পর্শকাতর ৭৪টি। ৪.৪৬ শতাংশ

ঝাড়গ্রাম: ১০৪৫ বুথের মধ্যে স্পর্শকাতর ৪৫টি। ৪.৩১ শতাংশ

বাঁকুড়া: ৩১০০ বুথের মধ্যে স্পর্শকাতর ১১৬টি। ৩.৭৪ শতাংশ

পশ্চিম বর্ধমান: ৯৯৮ বুথের মধ্যে স্পর্শকাতর ৪০টি। ৪.০১ শতাংশ

কালিম্পং: ২৬৩ বুথের মধ্যে স্পর্শকাতর ৮টি। ৩.০৪ শতাংশ

আলিপুরদুয়ার: ১২১২ বুথের মধ্যে স্পর্শকাতর ২৫টি। ২.০৬ শতাংশ

 

 

 

আরও পড়ুন –  ভোটে প্রতিবন্ধীদের পোলিং অফিসার করা যাবে না, নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ হাই…

 

 

 

উল্লেখযোগ্যভাবে,যে দক্ষিণ ২৪ পরগনায় এখনও প্রতি নিয়ত অভিযোগের আঙুল উঠছে,সেই জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই কম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top