
সাইন টিভি ডেস্কঃ শুক্রবার ভোরে Elephant-র হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার ভেলাইডিহা অঞ্চলের কপাটকাটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার ভোররাতে এগারোটি দাঁতাল Elephant আচমকা কপাটকাটা গ্রামে ঢুকে পড়ে। এরপর তারা তাণ্ডব চালিয়ে পরপর চারটি বাড়ি ভাঙচুর করে। তার মধ্যে একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। সেই বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় ফুলমণি মান্ডি নামে প্রায় ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। তবে অল্পের জন্য অনেকেই Elephant-র হামলার হাত থেকে রক্ষা পেয়েছেন। গ্রামবাসীরা গ্রামে হাতির দল ঢুকে পড়েছে বলে জানতে পারার পর কোন ক্রমে বাড়ি থেকে বেরিয়ে একজোট হয়ে গ্রাম থেকে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে।
প্রায় ঘণ্টাখানেক হাতিগুলি কাপাটকাটা এলাকায় তাণ্ডব চালায়।এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দল ওই গ্রাম থেকে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায় । ঘটনাস্থলেই বাড়ির মধ্যেই ফুলমণি মান্ডি মারা যায়। যার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে ওই ঘটনার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বনদফতরকে জানিয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলপাহাড়ী থানার পুলিশ। বেলপাহাড়ী থানার পুলিশ মৃতদেহ টি শুক্রবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
বনদফতরের পক্ষ থেকে হাতির হামলায় মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলার আতঙ্কে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। এছাড়াও ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের মির্জাপুর এলাকায় প্রায় ৩৫ টি দাঁতাল হাতি মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির ধান চাষ নষ্ট করে দিয়েছে।শুক্রবার সকাল থেকেই দলমা থেকে আসা দাঁতাল হাতির দল মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে,তেমনি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।যার ফলে মির্জাপুর এলাকার বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।