শালবনি ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা

শালবনি ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শালবনি ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা। শুক্রবার ভোর রাত থেকেই একদল হাতি তাণ্ডব শুরু করেছে শালবনি ব্লকের লক্ষণপুর, রামেশ্বরপুর সহ পার্শ্ববর্তী প্রায় দশটি গ্রাম জুড়ে। যার ফলে ওই এলাকার চাষীরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। প্রায় ১৫ থেকে ২০ টি হাতি ওই এলাকার বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে সবজি চাষের ব্যাপক ক্ষতি করছে ।আলু, শসা, মটর ,টমেটো ,সর্ষে চাষের জমিতে গিয়ে তান্ডব চালাচ্ছে হাতির দল। প্রায় ৩০ বিঘা জমির ফসল শুক্রবার ক্ষতি করেছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে চিন্তায় পড়েছেন ওই এলাকার চাষীরা। ধার দেনা করে অনেক কষ্টে আলু চাষ সহ অন্যান্য চাষ করেছিল চাষীরা। আলুর ফলন খুব ভালো হয়েছিল।

 

লাভ এর আশা করছিলেন চাষীরা। কিন্তু মাঠ থেকে ঘরে তোলার আগেই সেই আলুর চাষ নষ্ট করে দিল হাতির দল। যার ফলে প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কিভাবে ধার দেনা শোধ করবেন তা নিয়ে তারা চিন্তায় পড়েছেন। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বনদফতর এর পক্ষ থেকে ওই এলাকার মানুষদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে বনদফতর এর পক্ষ থেকে তাদের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে রেখে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।

আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী

তা সত্ত্বেও ওই এলাকার চাষীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। সেই সঙ্গে যেভাবে হাতির দল ওই এলাকায় তান্ডব শুরু করেছে তাতে আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দফতর এর কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে রয়েছে হুলা পার্টির সদস্যরা। হাতির দলকে চাষের জমি থেকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন দফতরের কর্মীরা ও হুলা পাটির সদস্যরা। কিন্তু চাষের জমি থেকে হাতিরদল সরছে না, যার ফলে সমস্যা দেখা দিয়েছে। শালবনি ব্লক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top