কলকাতা – কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বুধবার দুপুরে প্লাস্টিকের একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। প্রায় ২ হাজার স্কোয়ার ফুট জায়গা মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার পর দমকল বাহিনী পৌঁছোনোর আগে পর্যন্ত স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। প্লাস্টিকের পরিমাণ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়।
এলাকাবাসীদের দাবি, একটি মিটার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয় এবং শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে অনুমান। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বাইপাস থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘটনাস্থল শহরের অভিজাত হোটেল জেডব্লিউ ম্যারিয়টের ঠিক পিছনে হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়।
দমকল বাহিনী খবর পেয়ে মাত্র ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।




















