Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
'Ex' Salman leaves the country on Katrina's wedding day, you know why?

ক্যাটরিনা বিয়ের দিন দেশ ছেড়েছেন ‘প্রাক্তন’ সালমান, কেন জানেন?

ক্যাটরিনা বিয়ের দিন দেশ ছেড়েছেন ‘প্রাক্তন’ সালমান, কেন জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ক্যাটরিনা

প্রকাশ্যে এল ভিকি কৌশল- ক্যাটরিনার বিয়ের ছবি। লাল লেহেঙ্গা, অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছেন নবদম্পতি। ক্যাটরিনাকে দেখা যায় ভারী সাবেকি গয়নায়। এই জুটির প্রথম ছবি পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।নবদম্পতির বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। দিন কয়েক ধরে লাগাতার তাঁদের দেখার অপেক্ষায় ছিলেন। দম্পতির হৃদয় জয় করা ছবি দেখে খুশি নেটিজেনরা।

আর ও পড়ুন  বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা 

ক্যাটরিনার গাঢ় গোলাপি রঙের একটি সুন্দর লেহেঙ্গা পরেছেন। চুলে গজরা, হাতে চুড়ি, নথ, টিকলি-সহ মেকআপে ক্যাটরিনাকে সুন্দর লাগছে। এই ব্রাইডাল লুকে সব কিছুই বিশেষ। বর-কনে হওয়া ক্যাটরিনা-ভিকিকে আতশবাজি দিয়ে স্বাগত জানানো হয়। অফ হোয়াইট শেরওয়ানিতে ভিকিকে সুন্দর লাগছিল। ক্যাটরিনা ও ভিকির জুটি মেড ইন হেভেনের মতো লাগছিল।

 

সূত্রের খবর, ক্যাটরিনা বিয়ের দিন দেশ ছেড়েছেন ‘প্রাক্তন’ সালমান। এদিন তাঁকে দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে। সৌদি আরবে একটি কনসার্টে অংশ নিতে দেশ ছেড়েছেন বলিউড ভাইজান। সালমান খানের সঙ্গে, শিল্পা শেঠি, সোহেল খান এবং আয়ুশ শর্মাকেও বিমানবন্দরে দেখা গেছে। আগামীকাল সৌদি আরবের রিয়াদে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে।

 

এর আগে জানা গিয়েছিল, ক্যাটরিনা কাইফ হেভিওয়েট দুই প্রাক্তন বলিউড ভাইজান সালমান খান এবং রণবীর কাপুরে বিয়ের দাওয়াত দেননি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রাজস্থানে গাঁটছড়া বেঁধেছেন ভিকি ক্যাটরিনা। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের আসর। দুপুর সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে পাঞ্জাবি রীতিতে বিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন এ যুগল।

 

উল্লেখ্য, লাখো ভক্তের অপেক্ষার প্রহর শেষ হয়েছে….অবশেষে বলিউডের অন্যতম ডিভা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের প্রথম ছবি। ভক্তরা এই মুহুর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এখন সেই মুহূর্ত এসেছে যখন ক্যাটরিনার ব্রাইডাল লুকে প্রথমবার দেখা দিলেন। ক্যাটরিনার ব্রাইডাল লুক কেমন? ক্যাটরিনা কাইফ গাঢ় গোলাপি রঙের একটি সুন্দর লেহেঙ্গা পরেছেন। চুলে গজরা, হাতে চুড়ি, নথ, টিকলি-সহ মেকআপে ক্যাটরিনাকে সুন্দর লাগছে।

 

এই ব্রাইডাল লুকে সব কিছুই বিশেষ। বর-কনে হওয়া আতশবাজি দিয়ে স্বাগত জানানো হয়। অফ হোয়াইট শেরওয়ানিতে ভিকিকে সুন্দর লাগছিল। ক্যাটরিনা ও ভিকির জুটি মেড ইন হেভেনের মতো লাগছিল। এই জুটির প্রথম আভাস পেয়ে দারুণ খুশি ভক্তরা। তার ব্রাইডাল লুক রেখেছেন খুব স্পেশাল। এই লুকে ক্যাটরিনাকে বাস্তব জীবনের অপ্সরার মতো দেখা যাচ্ছে। চলচ্চিত্রে, ভক্তরা অভিনেত্রীকে অনেকবার পাত্রী হতে দেখেছেন। কিন্তু বাস্তব জীবনে কনে হওয়ার পর ক্যাটরিনার মুখে ভিন্ন আভা দেখা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top