মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে (explosion) ভেঙে পড়লো একাংশ!

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে (explosion) ভেঙে পড়লো একাংশ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
explosion
মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে (explosion)  ভেঙে পড়লো একাংশ!
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ভয়াবহ কান্ড মুর্শিদাবাদে। এলাকার দাপুটে তৃণমূল কর্মীর বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণে (explosion)  উড়ে গেল বাড়ির একাংশ। ঘটনায় গুরুতর জখম হন ঐ তৃণমূল কর্মীর মা। বুধবার এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বহরমপুরের বেলতলা এলাকায়।

 

আর ও পড়ুন    হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)

 

খবর চাউর হতেই জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ওই তৃণমূল কর্মী প্রবীর মন্ডল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা কোন কিছু বুঝে ওঠার আগেই বহরমপুরের বেলতলা এলাকায় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা পাড়া। প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও।

 

এদিন সকলের নজরে আসে প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ (explosion)  হয়েছে। বিস্ফোরণে (explosion)  ভেঙে গিয়েছে তার বাড়ির একাংশ । ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। চারিদিক ভরেছে কালো ধোঁয়ায়।ঘটনায় পদ্মারানি দাস নামে ঐ তৃণমূল কর্মীর মা এক বৃদ্ধা আহত অবস্থায় বিস্ফোরণের নিচে চাপা পড়ে থাকে। তাঁকে প্রতিবেশীরা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

 

এদিকে বুধবার ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলে এসে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গুলির খোলও পড়ে থাকতে দেখা বোমা ও গুলির খোল উদ্ধার করেছে। এই ঘটনায় বেলতলায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত প্রবীর মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ ও গুলির খোল উদ্ধারের ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

 

বিরোধীদের অভিযোগ,এলাকায় রাজনৈতিকভাবে গন্ডগোল অশান্তির পরিকল্পনা করতেই এই বিস্ফোরক মজুদ করে রাখা হয়েছিল তৃণমূল কর্মীর বাড়িতে। এ ব্যাপারে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন,” খোদ সদর শহর মুর্শিদাবাদের বহরমপুরে এই কাণ্ড মানুষের মনে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।

 

তৃণমূলের সর্বত্র এইভাবে গুলি বোমা দিয়ে মানুষকে আতঙ্কিত করে নিজেদের গুন্ডা রাজ কায়েম করতে চাইছে”।অন্যদিকে এই ঘটনার পর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন,”আইন আইনের পথে চলবে এর বেশি কিছু বলার নেই”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top