কৃষকদের চাহিদা মেটাতে পোঁছাল এমওপি পটাশ সারের তৃতীয় জাহাজ

কৃষকদের চাহিদা মেটাতে পোঁছাল এমওপি পটাশ সারের তৃতীয় জাহাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২০:তুতিকোরিন বন্দরে ফ্যাক্ট-এর আমদানি করা ২৭,৫০০ মেট্রিক টন এমওপি পটাশ সারের তৃতীয় জাহাজটি এসে পৌঁছেছে দ্য ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ট্রিভাঙ্কর লিমিটেড (ফ্যাক্ট)-এর আমদানি করা ২৭,৫০০ মেট্রিক টন এমওপি পটাশ সারের তৃতীয় জাহাজটি সোমবার তামিলনাড়ুর তুতিকোরিন বন্দরে এসে পৌঁছেছে। আমদানি করা পটাশ সার এখন জাহাজ থেকে ব্যাগে ভরার কাজ চলছে। 

তুতিকোরিন বন্দরে পটাশ সারের এই জাহাজটি এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আমদানিকৃত মোট সারের পরিমাণ বেড়ে হয়েছে ৮২ হাজার মেট্রিক টন। কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা ফ্যাক্ট তৃতীয়বার সার আমদানির বরাত দিয়েছিল। আমদানিকৃত এই সার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ফ্যাক্ট-এর উৎপাদিত ফ্যাক্টামফস দক্ষিণ ভারতের কৃষকদের কাছে অন্যতম একটি প্রধান সারের মেলবন্ধন হয়ে উঠেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ফ্যাক্ট, চলতি বছরে আরও দুটি জাহাজে করে সার আমদানির পরিকল্পনা করছে।

আরও পড়ুন…দিল্লিতে প্রকাশ্যে মাথায় গুলি, খুন নিশ্চিত করতে মৃতের ছবি তুলল আততায়ী

এর আগে সংস্থাটির পক্ষ থেকে দুটি জাহাজে করে পটাশ সার আমদানি করা হয়েছিল। খরিফ মরশুমে কৃষকদের চাহিদা মেটাতে এনপিকে সার আরও একটি জাহাজে করে আমদানি করা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ফ্যাক্ট দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদক সংস্থা। সংস্থাটি চলতি বছরে সারের উৎপাদন ও বিপণনে সুনাম বজায় রেখে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top