বাবার ভুলের জন্য প্রাণ সংশয় হত শিশুর! আঁতকে উঠবেন আপনিও ,বাবা-মা হওয়া এক জিনিস। আর সেই দায়িত্ব পালন করা আরও বড় বিষয়। বর্তমানে সময়ে অনেক পিতা-মাতাই তাদের কর্তব্যে পালনে গাফলতি করে থাকেন। এমন লোকেরা মাঝে মধ্যে এমন কাজ করে থকোন যার খেসারত দিতে হয় বা ভুগতে হয় সন্তানদের। তবে সম্প্রতি এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে, যা রীতিমত আঁতকে ওঠার মত।
বাবার ভুলের জন্য ছোট-খাটো কোনও বিপদ নয়, শিশুটির প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত।দেখা যায় এক ব্যক্তি তার শিশু সন্তানকে প্যারামবুলেটরে নিয়ে গাড়ি করে কোথাও বেরিয়েছেন। রাস্তার মাঝে কোনও কাজে সে গাড়ি থেকে বেরোন। সেই সময় শিশুটির প্যারামবুলেটরটি গাড়িটির ছাদে রাখেন। যেটি এমনিতেই বিপদজনক কাজ। এখানেই ঘটনার শেষ নয়। দেখা যায় সন্তানকে প্যারামবুলেটরে গাড়ির ছাদে রেখেই ভুল করে গাড়ির ভিতর প্রবেশ করেন তিনি। ও গাড়ি চালাতে শুরু করেন।
গাড়ি স্টার্ট দিতেই স্থানীয়রা চিত্কার করে ওঠেন। আশেপাশের জন্য লোকজন চিত্কার শুরু করেন। কিন্তু ওই ব্যক্তি কিছুতেই আশপাশের স্থানীয়দের চিত্কার শুনকে পাচ্ছিল না। গাড়িটি এগিয়েও নিয়ে যান তিনি। তখন এক ব্যক্তিগত দৌড়ে গিয়ে গাড়ি থেকে প্যারামবুলেটরটি নামিয়ে নেন। সেই সময় গাড়ি থামান ওই ব্যক্তি। কীভাবে সন্তানকে গাড়ির ছাদে রেখে ভুলে গেলেন ব্যক্তি তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যদিও এই ঘটমার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেম তিনি। তাক কাঁদতেও দেখা যায়।
আরও পড়ুন – রুটির সঙ্গে সাপ বেঁধে খেতে দেওয়া হল হনুমানকে! ভয়ে পালালো হনুমান। যা…
নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এমন কাজ দেখে ধিক্কার জানিয়েছেন ওই ব্যক্তিতে সকলে। আবার অনেকে এই ভিডিওকে ফেকও বলেছে। তার জন্য একাধিক কারণও দিয়েছে। মাইক না থাকলে ওই ব্যক্তির আওয়াজ পরিষ্কার আসল কী করে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে যাই হোক এমনভাবে কর্তব্যে গাফিলতি কারও ঘটনো উচিত্ নয়।