মেয়ের বিয়ের আগে গোপীবল্লভপুর ২ ব্লকের দাড়িয়া গ্রামে বিষ খেয়ে বাবার আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার দাড়িয়া গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে। জানা গেছে দাড়িয়া গ্রামের বাসিন্দা মনীন্দ্র দিগার এর মেয়ের বিয়ে সামনের ফাগুন মাসে। তার স্ত্রী মেয়ের বিয়ের নিমন্ত্রণ করার জন্য আত্মীয় বাড়িতে গিয়েছেন। বাড়িতে ছিলেন তিনি ও তার মেয়ে ।
তিনি প্রতিদিনের মতো বুধবার ও সারাদিন মাঠে কাজে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেছিলেন। এর পর তার মেয়ে জানতে পারে তার বাবা বিষ খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তার প্রতিবেশীরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
আরও পড়ুন – জনতার শাসন!বাইক চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গণধোলাই
কিন্তু ডাক্তারবাবুরা তাকে দেখার পর প্রায় 52 বছর বয়সী মনীন্দ্র দিগার কে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী স্বরূপ পাত্র বলেন সামনেই ফাল্গুন মাসে একমাত্র মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে। ওর স্ত্রী বিয়ের কার্ড নিয়ে আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছে। বাড়িতে মনীন্দ্র এবং তার মেয়ে ছিল। মেয়ের বিয়েতে অনেক খরচ। তাই মানসিক অবসাদে তিনি কয়েকদিন ভুগছিলেন। গরীব মানুষ কিভাবে মেয়ের বিয়ের খরচ জোগাড় করবেন তা নিয়ে চিন্তায় পড়েছিলাম।
কিন্তু এভাবে মেয়ের বিয়ের আগে বিষ খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় রীতিমতো তার পরিবারের সকলেই একেবারে হতাশ হয়ে পড়েন। পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের পর পুলিশের পক্ষ থেকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ঠিক কি কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে তা ক্ষতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করা হয়েছে।