ফের শারীরিক অবস্থার অবনতি ফেলুদার

ফের শারীরিক অবস্থার অবনতি ফেলুদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২ নভেম্বের,২০২০: ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ফেলুদার। কমেছে হিমোগ্লোবিনের মাত্রা। তার পাশাপাশি পুরোপুরি ভাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

একমাস হয়ে গেছে বেলভেউতে ভর্তি আছেন অভিনেতা তারপরেও পুরোপুরি ভাবে সুস্থ নন তিনি। নার্সিংহোম বুলেটিন তরফে সৌমিত্র বাবুর শারীরিক অবনতির কথা জানানো হয়। তার চিকিৎসক এই মুহূর্তে তার শারীরিক অবস্থা নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। সৌমিত্রের পোস্ট সিতি অ্যাঞ্জিয়ো ও করা হয়েছে।

আরও পড়ুন…ধোনিকে দেখা যাবে পরের বছরের আইপিএলেও মন্তব্যে স্বয়ং অধিনায়ক

ইন্টারভেনশনাল রেডিয়োলজির সাহায্যে রক্তক্ষরণের জায়গাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। মোট তিন বার ডায়ালিসিস করা হয়েছে তার। এখনও পর্যন্ত অঙ্গ প্রতঙ্গ গুলি সচল আছে। স্বাভাবিক আছে ক্রিয়েটিনিনের মাত্রাও। করোনার পাশাপাশি এত বয়স হওয়ার কারনেই এত ধকল যাচ্ছে তার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top