মহিলা সরকারি অফিসারকে টেনে হিঁচড়ে বেধড়ক মার বালি চোরদের! দেখুন সেই ভাইরাল ভিডিও ,মহিলা সরকারি অফিসারকে টেনে হিঁচড়ে বেধড়ক মার। সেই ঘটনারই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে বিহারের পটনায়। অভিযোগ, বেআইনি বালি চুরি আটকাতে গিয়ে চরম হেনস্থার শিকার হন মহিলা মাইনিং অফিসার। ঘটনায় ৪৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনটি পৃথক এফআইআর হয়েছে। পটনার পুলিশ সুপার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। দ্রুতই সব অপরাধীকে জেলবন্দি করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, বেআইনি বালি খাদান রুখতে সম্প্রতি নজরদারি শুরু করে বিহার সরকার। সেই মতো পটনায় বেআইনি বালি চোরদের ধরতে এবং বালি চুরি রুখতে গিয়েছিলেন মাইনিং দফতরের আধিকারিকরা। সেই দলের নেতৃত্বে ছিলেন একজন মহিলা অফিসার। সেই মহিলা অফিসার সহ দলে থাকা আরও তিন মাইনিং অফিসারকে বালি চোররা বেধড়ক মারে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করার পাশাপাশি ৫০টি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পটনা জেলা প্রশাসনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, অবৈধ বালি চুরি রুখতে মাইনিং দফতরের একটি দল বিহতা এলাকায় গিয়েছিল। সেই সময় তাঁদের ওপর অসংখ্য মানুষ হামলা চালায়। দলটির নেতৃত্বে থাকা অম্য কুমারীও নিগ্রহের শিকার হন। সরকারি দলটিকে লক্ষ্য করে পাছর ছোড়া হয়। সেই সময় মাটিতে পড়ে যান অম্য।
আরও পড়ুন – নীল বিকিনিতে প্রেমিকের সাথে স্বস্তিকা কন্যা অন্বেষা ,
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা মাইনিং অফিসারের দিকে লাঠি-সোটা নিয়ে তেড়ে যাচ্ছে বালি চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীরা। এক মহিলা অফিসারের সঙ্গে এহেন অভব্য আচরণে বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মাইনিং অফিসারদের হানা এবং তাদের পালটা তাড়ার মাঝেও বেআইনি বালি বোঝাই ট্রাক দিব্যি সেই জায়গায় থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে। এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মাইনিং আধিকারিকদের মাটিতে ফেলে মারধর করা হয়। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ। খোদ পটনায় বালি চোরদের এহেন রমরমা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে নীতিশ কুমারের সরকারও। সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট রাজীব মিশ্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের রেহাই দেওয়া হবে না।