Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
the Five miscreants attacked the female police officer

পাঁচ দুস্কৃতি হামলা চালালো এক মহিলা পুলিশ (Female police) আধিকারিকের উপর

পাঁচ দুস্কৃতি হামলা চালালো এক মহিলা পুলিশ (Female police) আধিকারিকের উপর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Female police
পাঁচ দুস্কৃতি  হামলা চালালো এক মহিলা পুলিশ (Female police) আধিকারিকের উপর
ছবি সংগ্রহে সাইন টিভি

 

(Female police) প্রকাশ্য দিবালোকে খোদ জেলা পুলিশ সুপারের দপ্তরের সাইবার ক্রাইম বিভাগে, সাইবার মামলায় অভিযুক্ত পাঁচ দুস্কৃতি অতর্কিতে হামলা চালালো এক মহিলা পুলিশ (Female police)  আধিকারিকের উপর ।এই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।

 

এই ঘটনার জেরে জেলা পুলিশ সুপারের দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। দুস্কৃতিদের হাত থেকে বাঁচতে নিজের চেয়ার ছেড়ে পালিয়ে বাঁচেন মহিলা পুলিশ (Female police)  আধিকারিক।অতর্কিতে দুস্কৃতির হামলায় ভয়ে কাঁপতে থাকেন ওই মহিলা পুলিশ (Female police)  আধিকারিক।ওই পুলিশ আধিকারিকের আর্তচিৎকারে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দপ্তরের অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা।

 

ঘটনাস্থলেই চার অভিযুক্তকে ধরে ফেলেন জেলা পুলিশ সুপারের দপ্তরের পুলিশরা। যদিও পুলিশের হাত ফসকে এক দুস্কৃতি জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে পালিয়ে যায়।এর পরেই চার অভিযুক্তকে ধরে বেধড়ক মারধার করে পুলিশ কর্মীরা।পুলিশের মারে এবং অভিযুক্ত অসুস্থ হয়ে গেলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা পুলিশ।

 

আর ও পড়ুন    টাকা দিয়ে ভ্যাকসিন (Vaccine) কুপন বিক্রির অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে

 

এরপর ওই মহিলা পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে চার দুস্কৃতিকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা পুলিশ আধিকারিক জানান অভিযুক্ত পাঁচজন মিলে আমার অফিসে আমাকে আক্রমন করে। এবং আচমকা আমাকে মারধার শুরু করে।এরপর দুই জন আমার গায়ে হাতদেয়। এবং আমার কলার টেনে ধরে আমাকে মাটিতে ফেলে দেয়। আমি কোন মতে দুস্কৃতিদের হাত থেকে বেঁচে পালিয়ে যাই।

 

জেলা পুলিশ সুপার দপ্তরের সাইবার ক্রাইম থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান আলিপুরদুয়ার জেলার একটি মেয়ে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে ফেসবুকে তার নামে ফেক আইডি বানিয়ে তার বিরুদ্ধে নোংরা, অশালীন লেখা পোষ্ট করা হচ্ছে।সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।এবং তদন্ত শুরু করতেই ফেসবুক থেকে একটি ফোন নম্বর আমাদের দেওয়া হয়।সেই নম্বরের ভিত্তিতে আমরা সেই ফোনের নম্বরের মালিককে থানায় ডাকা হয়।

 

আজ সেই যুবক তার চার বন্ধুকে নিয়ে থানায় আসে।এবং আচমকাই আমাদের মহিলা পুলিশ আধিকারিকের উপর আক্রমণ করে।এবং সেই মহিলা আধিকারিককে মারধর করে।এবং তার গায়ে হাত দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top