পেলের মৃত্যুতে শোক প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়মক সংস্থা ফিফা। ফিরা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শোক প্রকাশ করেছেন ফুটবল সম্রাটের প্রয়াণে। তিনি বলেছেন, “প্রত্যেকে যাঁরা এই খেলাটাকে ভালবাসা তাঁরা কখনওই চাননি এই দিনটা আসুক। এই দিন পেলেকে হারালাম আমরা।”
ফিফার পক্ষ থেকে ইনস্টাগ্রামে পেলের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “ফিফা এবং সমগ্র ফুটবল পেলের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। রেস্ট ইন পিস পেলে। আমাদের সমবেদনা রয়েছে তোমার পরিবারের প্রতি এবং তাঁদের সকলের প্রতি যাঁরা তোমায় খেলতে দেখেছে।” স্যান্টোস কোনও শব্দ খরচ করেনি। শুধু একটি মুকুটের গ্রাফিক্স শেয়ার করেছে টুইটারে। তার উপরে লেখা চিরন্তন।
স্যান্টোসের ঘরের ছেলে পেলে। এই ক্লাবকে সমৃদ্ধ করেছেন ফুটবল সম্রাট। শেষ দুই মরসুম বাদ দিতে ফুটবল কেরিয়ারে শুধু স্যান্টোসেই তিনি খেলেছেন। লাতিন আমেরিকার ফুটবলে হেন কোনও ট্রফি নেই যা তিনি দেননি স্যান্টোসকে। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত স্যান্টোসে খেলেছেন পেলে। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮টি গোল তিনি করেছেন।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
উল্লেখ্য, পেলের মৃত্যুতে শোক প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়মক সংস্থা ফিফা। ফিরা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শোক প্রকাশ করেছেন ফুটবল সম্রাটের প্রয়াণে। তিনি বলেছেন, “প্রত্যেকে যাঁরা এই খেলাটাকে ভালবাসা তাঁরা কখনওই চাননি এই দিনটা আসুক। এই দিন পেলেকে হারালাম আমরা।”
ফিফার পক্ষ থেকে ইনস্টাগ্রামে পেলের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “ফিফা এবং সমগ্র ফুটবল পেলের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। রেস্ট ইন পিস পেলে। আমাদের সমবেদনা রয়েছে তোমার পরিবারের প্রতি এবং তাঁদের সকলের প্রতি যাঁরা তোমায় খেলতে দেখেছে।” স্যান্টোস কোনও শব্দ খরচ করেনি। শুধু একটি মুকুটের গ্রাফিক্স শেয়ার করেছে টুইটারে। তার উপরে লেখা চিরন্তন।
স্যান্টোসের ঘরের ছেলে পেলে। এই ক্লাবকে সমৃদ্ধ করেছেন ফুটবল সম্রাট। শেষ দুই মরসুম বাদ দিতে ফুটবল কেরিয়ারে শুধু স্যান্টোসেই তিনি খেলেছেন। লাতিন আমেরিকার ফুটবলে হেন কোনও ট্রফি নেই যা তিনি দেননি স্যান্টোসকে। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত স্যান্টোসে খেলেছেন পেলে। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮টি গোল তিনি করেছেন।