ঝড় উঠেছিল শিল্পার সংসারে! রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় এবার পর্দায়, অভিনয়ে…

ঝড় উঠেছিল শিল্পার সংসারে! রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় এবার পর্দায়, অভিনয়ে…

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঝড় উঠেছিল শিল্পার সংসারে! রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় এবার পর্দায়, অভিনয়ে… যদিও প্রত্যেকেই শিল্পার পাশে ছিলেন সেই সময়। পরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা। যদিও একটা সময়ের পর সবটা ঠিক হয়ে যায়। দেখতে দেখতে ২ বছর পার। নীল ছবির শুট ও ডিস্ট্রিবিউশনের কারণে গ্রেফতার হয়েছিলেন পরিচালক রাজ কুন্দ্রা। সাল ২০২১, ১৯ জুলাই, মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর কেটে যায় টানা ৬৩টা রাত। একের পর এক খবর সামনে এসেছে। এরপর থেকে রাজ কুন্দ্রার মুখ কেউ দেখেননি। কারণ একটাই রাজ কুন্দ্রা তারপর থেকে কেবল মাস্ক পরেই থাকতেন। প্রকাশ্যে কোনওদিন শিল্পা শেট্টির সঙ্গেও আসতেন না। কোনও পারিবারিক অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রেও ম্যাচিং করে মাস্ক পরতেন তিনি। যা নিয়ে রীতিমত ট্রোলের শিকারও হতে হয় রাজকে। ঝড় ওঠে শিল্পার সংসারে। যদিও প্রত্যেকেই শিল্পার পাশে ছিলেন সেই সময়। পরিবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা। যদিও একটা সময়ের পর সবটা ঠিক হয়ে যায়।

 

 

 

 

 

 

পিঙ্কভিলা সূত্রে খবর, রাজ কুন্দ্দা এবার তাঁর জেলে কাটানো দিনগুলো নিয়ে ছবি বানাতে চলেছেন। সত্যি মিথ্যের পর্দা ফাঁস হওয়ার পালা বলেই অনুমান একশ্রেণীর। তবে সব থেকে চমকের বিষয় হল, রাজ নিজেই এই ছবিতে অভিনয় করতে চলেছেন। বিটাউন সূত্রে খবর, রাজ শীঘ্রই এই ছবির ঘোষণা করতে চলেছেন।

 

 

 

 

আরও পড়ুন –  ‘কাঁদার জন্য প্রস্তুত হোন’, দর্শকদের বার্তা বিবেক অগ্নিহোত্রীর! রইলো ভিডিও …

 

 

 

 

গত বছর অর্থাৎ ২০২২ সালে রাজ এই দিন একটি দীর্ঘ পোস্ট করেছিলেন। যেখানে লিখেছিলেন, ”এক বছর হল আজ। আর্থার রোড থেকে ছাড়া পেয়েছি। এটা সময়ের খেলা। বিচার হবেই। সত্যি শীঘ্রই সামনে আসবে। ধন্যবাদ শুভকাঙ্খীদের, আর বৃহৎ ধন্যবাদ ট্রোলারদের।” যাঁদের জন্য আমি আজ এত শক্ত। তবে কী সেই সত্যি! সত্যি কি তিনি কোনও দোষ করেননি! নির্দোষ ছিলেন তিনি? এবার সবটাই খোলসা হবে বড়পর্দায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top