নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ৭ অক্টোবর, ২০২০: দক্ষিণ ২৪পরগণার বৈকন্ঠপুর এলাকায় বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছিল । সারা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার।
বৈকন্ঠপুর এলাকায় একটি বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা। সেখানে দীর্ঘক্ষন থাকার পর খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে বাঘটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করে।দীর্ঘক্ষন চেষ্টার পর বাঘটিকে জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়। অবশেষে রাতেই বন দপ্তরের পাতা ফাঁদে ধরা দিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।
আরও পড়ুন…বিশে’ই বিষক্ষয়, আসছে করোনা টিকা
ওই গ্রামের ঠিক উল্টো দিকে আজমলমারি জঙ্গলের দিকে পাতা হয়েছিল ৩ খাঁচা। খাবারের লোভে সেখানে এসেই ধরা পড়েছে মহারাজ। স্বস্তি গ্রামবাসীদের ও বন কর্মকর্তাদের।