সিপিএমের অত্যাচারের শিকার তৃনমূল কর্মীকে অর্থ সাহায্য নন্দীগ্রামে। বাড়ির দেওয়ালে তৃনমূলের প্রতীক জোড়াফুল আঁকার অপরাধে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা দুই হাতের পাঞ্জা কেটে নিয়েছিলো।সেই তৃনমূল কর্মীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিলো নন্দীগ্রাম ব্লক তৃনমূল। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা হযরত আলী।পেশায় কৃষক এই যুবক।
১৯৯৯ সালের ৬ জানুয়ারী হযরত আলী নামের এই তৃনমূল কর্মীর ।তখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল। গড়বেতা কেশপুর শালবনী নামগুলো শুনলেই কেমন গা ছমছমে ভাব। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তপন ঘোষ, শুকর আলী ,সুশান্ত ঘোষের মতন নেতা ও তাদের লোকেরা।তৃনমূল করার অপরাধে চলছে অমানষিক অত্যাচার। এই অবস্থায় বাড়ির দেওয়ালে তৃনমূলের প্রতীক জোড়াফুল আঁকার অপরাধে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা দুই হাতের পাঞ্জা কেটে নিয়েছিলো।সেই অবস্থায় পরিবার পালন করছেন হযরত আলী।
তবে দুই হাত না থাকায় আর্থিক সমস্যায় জর্জরিত হয়রত বাবুর পরিবার।এটা জানতে পেরে এই তৃনমূল পাশে দাঁড়ালো নন্দীগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেস। নন্দীগ্রাম এক নং ব্লক সভাপতি বাপ্পাদিত্ত বর্গের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সদস্যরা চাঁদা তোলে। জানা গেছে চাঁদা তুলে সেই কুড়ি হাজার টাকা শুক্রবার ব্লক সভাপতি বাপ্পাদিত্ত বর্গের নেতৃত্বে হয়রত আলীর হাতে তুলে দেওয়া হল। নন্দীগ্রামের দলীয় কর্মী ও নেতৃত্বদের এই উদ্যোগে খুশী কেশপুরের তৃনমূল কর্মী হয়রত আলি ।
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
উল্লেখ্য, বাড়ির দেওয়ালে তৃনমূলের প্রতীক জোড়াফুল আঁকার অপরাধে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা দুই হাতের পাঞ্জা কেটে নিয়েছিলো।সেই তৃনমূল কর্মীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিলো নন্দীগ্রাম ব্লক তৃনমূল। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা হযরত আলী।পেশায় কৃষক এই যুবক। ১৯৯৯ সালের ৬ জানুয়ারী হযরত আলী নামের এই তৃনমূল কর্মীর ।তখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল। গড়বেতা কেশপুর শালবনী নামগুলো শুনলেই কেমন গা ছমছমে ভাব। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তপন ঘোষ, শুকর আলী ,সুশান্ত ঘোষের মতন নেতা ও তাদের লোকেরা।তৃনমূল করার অপরাধে চলছে অমানষিক অত্যাচার।
এই অবস্থায় বাড়ির দেওয়ালে তৃনমূলের প্রতীক জোড়াফুল আঁকার অপরাধে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা দুই হাতের পাঞ্জা কেটে নিয়েছিলো।সেই অবস্থায় পরিবার পালন করছেন হযরত আলী।তবে দুই হাত না থাকায় আর্থিক সমস্যায় জর্জরিত হয়রত বাবুর পরিবার।এটা জানতে পেরে এই তৃনমূল পাশে দাঁড়ালো নন্দীগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেস। নন্দীগ্রাম এক নং ব্লক সভাপতি বাপ্পাদিত্ত বর্গের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সদস্যরা চাঁদা তোলে।