ছত্তীসগঢ়ে বাণিজ্যিক কমপ্লেক্সে দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ কয়েক জনের, বিধ্বংসী অগ্নিকাণ্ড ছত্তীসগঢ়ের কোরবা জেলায়। সোমবার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগে। প্রাণ বাঁচাতে কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন কয়েক জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ছত্তীসগঢ়ের কোরবা জেলায় ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। কী কারণে আগুন, তা জানা যায়নি।
রবিবার মহারাষ্ট্রের পুণের গঙ্গাধাম চক এলাকার কাছে একটি গুদামে আগুন লেগেছিল। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদামগুলিতে। প্রায় ২০ থেকে ২৫টি গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছিল। এর আগে, দিল্লির মুখার্জি নগর এলাকার একটি কোচিং সেন্টারের বহুতল বাড়ির পাঁচ তলায় আগুন লেগেছিল। প্রাণ বাঁচাতে কয়েক জন বহুতল থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছিলেন।
#WATCH | A fire broke out in Transport Nagar market of Korba in Chhattisgarh today.
Three people have died and over ten people were rescued in the fire incident, said Sanjeev Kumar Jha, Collector Korba. pic.twitter.com/OJT45cxhqu
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 19, 2023
আরো পড়ুন – উপাচার্য নিয়োগ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি কেন? জবাব তলব প্রধান বিচারপতির
আরো পড়ুন – বজরংবলীর মুখে সংলাপ নিয়ে বিতর্ক! ‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর,
আগুনে ক্ষতি হয়েছে কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকান। কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )