বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন নেভাতে তৎপর দমকল,দুপুর ১২টা নাগাদ বড় বাজারের দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের একটি চুমকির কারখানায়হঠাৎই দেখা যায় আগুনের শিখা। ঘন জনবসতি এলাকায় আগুন যাতে না ছড়ায়, তাই খবর পেয়েই দ্রুত কাজে নামে দমকলবাহিনী। ফের বড়বাজারে আগুন। এ বার আগুন লাগল একটি প্লাস্টিকের কারখানায়। জামা-কাপড়ে কারুকাজ করার জরি, পুঁতি, চুমকি তৈরি করা হয় কারখানাটিতে। সেই কারখানাতেই হঠাৎ আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলবাহিনী। ঘিঞ্জি এলাকায় ওই কারখানা হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় তারা।
দমকলবাহিনী সূত্রে খবর, আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। দুপুর দু’টো পর্যন্ত খবর, তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। তবে এখনই আগুন লাগার কারণ নিয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন – শিলিগুড়িতে এবার শো অরিজিৎ-এর ,কবে অনুষ্ঠান, টিকিটের মূল্যই বা কত?
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ যখন এই ঘটনা ঘটে, তখন বড়বাজারে ব্যস্ততা চরমে। স্থানীয় মানুষ হঠাৎই দেখতে পান কারখানাটি থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। কারখানার ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন দ্রুত ছড়িয়েও পড়ে। দমকলবাহিনী জানিয়েছে, দুপুর ১২টা নাগাদ তাদের কাছে এই আগুনের খবর আসে। আগুন লেগেছিল বড়বাজারের মালাপাড়া এলাকার ৩বি দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের বাড়িটিতে। এই বাড়ির ভিতরেই ছিল ওই জরি-চুমকি-পুঁতি তৈরির কারখানা। সেখানে দমকলের ৪টে ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )
 
								





 
															













 
															 
															