মুম্বাইয়ের বহুতলে আগুন, মৃত ৭, আহত ৪০

মুম্বাইয়ের বহুতলে আগুন, মৃত ৭, আহত ৪০

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুম্বাইয়ের বহুতলে আগুন, মৃত ৭, আহত ৪০

ভোররাতে মুম্বাইয়ের বহুতলে বিধ্বংসী আগুন। আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত আরও ৪০ জন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আহতরা আপাতত হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে পাঠানো হয়েছে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে, বাকি ১৫ জনকে পঠানো হয়েছে কুপার হাসপাতালে। মুম্বাই পুলিশ সূত্রে খবর ওই আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বহুতলে আগুন লাগলো কীভাবে, তা এখনও জানা যায় নি। তদন্ত করছে মুম্বাই পুলিশ।

আরও পড়ুনঃ বেটিং অ্যাপ মামলায় এবার ইডির তলব বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে

সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে গোরেগাঁওয়ের ৬ তলা বাড়িটিতে। ছ’তলা ভবনটি গোরেগাওঁয়ের এমজি রোডে অবস্থিত। অগ্নিদগ্ধ ভবনটির নাম জয় ভবানী বিল্ডিং। আধিকারিকরা জানিয়েছেন, ভোররাতে আগুন লেগে তা নীচের তলার দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলিতে পৌঁছতে শুরু করে। এদিকে বিল্ডিংয়ের নীচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। এই আবহে ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে। নীচের তলায় আগুন ছড়িয়ে পড়ায় কেউ বিল্ডিং ছাড়তে পারছিলেন না।

 

মুম্বইয়ের দমকল কর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানান, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল এই জয় ভবানী বিল্ডিংটি। এতে আগুন নেভানোর কোনও ব্যবস্থাই ছিল না। এদিকে ভবনে যে লিফট ছিল, সেটি বহু পুরনো। এই লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলিতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন। এদিকে আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ ৮টি ইঞ্জিন। সঙ্গে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে সেখানে। এদিকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে দমকল। ডেপুটি চিফ ফায়ার অফিসার, ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফায়ার অফিসার, তিনজন সিনিয়র স্টেশন অফিসার এবং তিনজন স্টেশন অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন।

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, গোরেগাঁওয়ের বহুতল থেকে মৃত অবস্থায় ৬ জনের দেহ মেলে। পরে মৃত্যু হয় এক আহত ব্যক্তির। মৃতদের মধ্যে দুই শিশু ছিল। এছাড়াও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আরও তিন মহিলার। আহতদের মধ্যেও রয়েছে এক শিশু।

 

ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadnavis)। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারে প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

en.wikipedia.org

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top