শিলিগুড়িতে আজ থেকে শুরু হয়ে গেল আতশবাজি মেলা

শিলিগুড়িতে আজ থেকে শুরু হয়ে গেল আতশবাজি মেলা

শিলিগুড়ি: দীপাবলি উৎসব উপলক্ষে আজ থেকে শুরু হল শিলিগুড়িতে আতশবাজির মেলা। শিলিগুড়ি কাওয়াখালী মাঠে এবছর আতশবাজির মেলা বসছে। দীপাবলীর উৎসব পেরিয়ে ছট পুজো পর্যন্ত এই আতশবাজির মেলার বেচাকেনা চলবে।

আরও পড়ুনঃ রেশন দুর্নীতির কালো টাকা কে সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর

রবিবার মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সারাবাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। তিনি জানান, গত বছরের মতোই এবছর কাওয়াখালী মাঠে আতশবাজি মেলা অনুষ্ঠিত হতে চলেছে। ৫০ টি স্টল এখানে থাকবে। সমস্ত বাজি বিক্রেতারা একযোগেই এই মেলায় স্টল করে বেচাকেনা করবেন। রাজ্য সরকারের নির্দেশ মেনে এবং জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরেই এই মেলা চালু হচ্ছে।

 

পাশাপাশি তিনি জানান, এবার এ রাজ্যে একসাথে ১৫০ টি আতশবাজি মেলা হচ্ছে, যার মধ্যে ৩টি সবচাইতে বড়ো। এক কলকাতার শহীদ মিনার ময়দান, দ্বিতীয় ডুমুরজলা হাওড়া স্টেডিয়াম এবং তৃতীয় কাওয়াখালীর এই মাঠের মেলা। এই ৩টি মেলাতেই ৫০টি করে ষ্টল নিয়ে এই বৃহৎ আকারের আতশবাজির মেলার আয়োজন করা হয়েছে যা বাকি ১৪৭টি আতশবাজি মেলাতে নেই। এছাড়াও এদিন তিনি বিক্রেতাদের হুমকি দেন, যাতে কোনো প্রকার পরিবেশ দূষণকারী কোনো আতশবাজি বিক্রি করা না হয়। আর যদি করা হয় তাহলে কড়া পুলিশি ব্যবস্থা করা হবে সেই বিক্রেতার বিরুদ্ধে।

 

রবিবার মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন সারাবাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। তিনি জানান, গত বছরের মতোই এবছর কাওয়াখালী মাঠে আতশবাজি মেলা অনুষ্ঠিত হতে চলেছে। ৫০ টি স্টল এখানে থাকবে। সমস্ত বাজি বিক্রেতারা একযোগেই এই মেলায় স্টল করে বেচাকেনা করবেন। রাজ্য সরকারের নির্দেশ মেনে এবং জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরেই এই মেলা চালু হচ্ছে।

 

পাশাপাশি তিনি জানান, এবার এ রাজ্যে একসাথে ১৫০ টি আতশবাজি মেলা হচ্ছে, যার মধ্যে ৩টি সবচাইতে বড়ো। এক কলকাতার শহীদ মিনার ময়দান, দ্বিতীয় ডুমুরজলা হাওড়া স্টেডিয়াম এবং তৃতীয় কাওয়াখালীর এই মাঠের মেলা। এই ৩টি মেলাতেই ৫০টি করে ষ্টল নিয়ে এই বৃহৎ আকারের আতশবাজির মেলার আয়োজন করা হয়েছে যা বাকি ১৪৭টি আতশবাজি মেলাতে নেই। এছাড়াও এদিন তিনি বিক্রেতাদের হুমকি দেন, যাতে কোনো প্রকার পরিবেশ দূষণকারী কোনো আতশবাজি বিক্রি করা না হয়। আর যদি করা হয় তাহলে কড়া পুলিশি ব্যবস্থা করা হবে সেই বিক্রেতার বিরুদ্ধে।

en.wikipedia.org