আদালত চত্বরে আসা দুই বন্দিকে লক্ষ্য করে গুলি ছুড়লো হামলাকারীরা

আদালত চত্বরে আসা দুই বন্দিকে লক্ষ্য করে গুলি ছুড়লো হামলাকারীরা , আদালত চত্বরে চলল গুলি। প্রকাশ্যে একেবারে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ল অপরাধীরা। এক মামলার শুনানিতে আদালত চত্বরে আসা দুই বন্দিকে লক্ষ্য করে গুলি ছুড়ল কয়েকজন হামলাকারী। ঘটনায় ওই দুই বন্দি গুলিবিদ্ধও হয়েছে। শনিবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী হল বিহারের (Bihar) সমস্তিপুর জেলার আদালত চত্বর।

 

 

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে বেআইনি মদ কারবারের শুনানিতেই প্রভাত চৌধুরী ও প্রভাত তিওয়ারিকে সমস্তিপুর আদালতে নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের ভিতরে নিয়ে যাওয়ার সময়ই কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের লক্ষ্য ব্যর্থ হয়নি। দুজনেই গুলিবিদ্ধ হয়। আচমকা এই ঘটনায় আদালত চত্বরে হুলস্থুল পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সকলের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। ডিএসপি অমিত কুমার জানান, একজনের পায়ে এবং অপরজনের হাতে গুলি লেগেছে। পুলিশই তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।

 

 

 

 

 

অন্যদিকে, আচমকা গুলি চালনার ঘটনায় আদালত চত্বরে উপস্থিত সকলের মধ্যে চরম আতঙ্ক ছড়ায় এবং সকলে দৌড়াদৌড়ি শুরু করে দেন। তারই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। একটি তদন্তকারী কমিটিও গঠন করা হয়েছে। ডিএসপি অমিত কুমার এবং এসপি বিনয় তিওয়ারি ঘটনাস্থল পরিদর্শনে যান এবং হামলাকারীদের বিষয়ে জানতে গুলিবিদ্ধ দুই বিচারাধীন বন্দিকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

 

 

 

 

 

তবে এই ঘটনায় বিহার পুলিশের ভূমিকা এবং আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী।

 

 

 

 

আরও পড়ুন –  উৎসব উপলক্ষ্যে ৩১২টি স্পেশ্যাল ট্রেন চালু করার ঘোষণা করল ভারতীয় রেল,

 

 

 

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই বন্দির নাম প্রভাত চৌধুরী ও প্রভাত তিওয়ারি। মুফাসসিল থানাকর অন্তর্গত দুধপুরা এলাকার বাসিন্দা ওই দুই বন্দি বেআইনি মদের কারবারে অভিযুক্ত। সেই মামলার শুনানিতেই এদিন তাদের সমস্তিপুরে আদালতে নিয়ে আসে পুলিশ। তখনই তাদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বর্তমানে তারা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। হামলাকারীদের এখনও ধরা যায়নি। তাদের খোঁজ চলছে।