যাদবপুরে মেন হস্টেল থেকে সারানো হচ্ছে প্রথম বর্ষের পড়ুয়াদের, প্রাক্তনী-বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, তদন্ত করছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তরফে আলাদা করে তৈরি হয়েছে তদন্ত কমিটি। সন্ধ্যায় ক্য়াম্পাসে গিয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেছিলেন তদন্তকারীদের সঙ্গে, কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও। বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তাদের নিয়ে। এরইমধ্যে এবার হস্টেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। মেন হস্টেলের এ-১ ও এ-২ ব্লক থেকে প্রথম বর্ষের সমস্ত পড়ুয়াকে দ্রুত নিউ বয়েস হস্টেলে সরানো হচ্ছে। নোটিস জারি সাফ জাননো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে।
প্রসঙ্গত, বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টলের এ-১ ব্লকের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর। তারপর থেকেই উত্তাল ক্য়াম্পাস। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। সূত্রের খবর, স্বপ্নদীপের ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে তাতে শরীরে অত্য়াচারের চিহ্ন মেলেনি। তবে উপর থেকে পড়লে যে ধরনের আঘাত হয় তার চিহ্ন মিলেছে বলে খবর। যদিও ব়্যাগিংয়ের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ (Police) । ঘটনার সময় হস্টেলের ঘরে স্বপ্নদীপের সঙ্গে কারা কারা ছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশের (Police) নজরে রয়েছেন মোট পাঁচ পড়ুয়া। ঘটনার সময় তাঁদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর নেপথ্যে কি র্যাগিংয়ের অভিযোগ? রাতে হোস্টেলে কী হয়েছিল স্বপ্নদীপের…
আরও পড়ুন – যাদবপুরের পর এবার বেহালা, পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য,
একইসঙ্গে এও জানানো হয়েছে কোনও বহিরাগত বা প্রাক্তনীরা আর হস্টেলে থাকতে পারবেন না। যাঁরা এই নির্দেশ না মেনে হস্টেলে থেকে যাবেন তাঁদের নাম কর্তৃপক্ষের কাছে জানাতে বলা হয়েছে হস্টেল সুপারিনটেনডেন্টদের।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)