নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ১৬ অক্টোবর, ২০২০:পুজোর আগে বারুইপুর পুলিশ জেলার বড়সড় সাফল্য। স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানা যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করলো পাঁচলক্ষ টাকা বাজার মূল্যের মাদকদ্রব্য। ধৃত এক মহিলাসহ তিনজন। উদ্ধার প্রায় ছয় লক্ষ নগদ টাকা, একটি বাইক ও তিনটি সেলফোন।
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ বেতবেরিয়া স্টেশন এলাকায় থেকে তিনজন কে আটক করে তাদের কাছে থেকে উদ্ধার ৪০০ গ্রাম হেরোইন ও নগদ টাকা। ধৃত মহিলা ঘুটিয়ারিসরিফ এলাকার বাসিন্দা ৷ তিনি দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রি করতেন ।বেশ কয়েক দিন ধরেই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপেরেশন গ্রুপের কাছে খবর আসছিলো বারুইপুরের মাদক সাপ্লায় হবে সেই সুত্র ধরেই গ্রেফার কারবারিরা,
আরও পড়ুন…নেই আলো,সন্ধ্যার পর আতঙ্কে কাটছে বহরমপুরের বিহারী পাড়ার গ্রামবাসীদের
ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আর কারা রয়েছে তাদের খোঁজ চালাবে পুলিশ।আজ ধৃত তিন জনকে বারুইপুর আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।