Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হল ত্রিপুরা বিধানসভা।

উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা! হাতাহাতির জেরে বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৫ বিধায়ক

উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা! হাতাহাতির জেরে বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৫ বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা! হাতাহাতির জেরে বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৫ বিধায়ক, বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হল ত্রিপুরা বিধানসভা। বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হল পাঁচজন বিধায়ককে। যাদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা সবাই বিরোধী দলের বিধায়ক। ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন জানান, বিধানসভার কাজে বাধা দেওয়া এবং অসংসদীয় কাজের জন্যই ওই পাঁচ বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভার স্পিকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

 

 

 

 

 

এদিন সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে। তাঁর সঙ্গে সাসপেন্ড করা হয় সিপিএম বিধায়ক নয়ন সরকারকে। চলতি বাজেট অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় Tipra Mothaর বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা এবং নন্দিতা রেয়াংকে। এই পাঁচজনকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী দলের সমস্ত বিধায়ক বিধানসভা থেকে ওয়াক আউট করেন।

 

 

 

 

আরও পড়ুন –  হিংসার আবহে এবার শান্তির বার্তা, দেওয়ালে লিখনে নয়া ট্রেন্ড, সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল…

 

 

 

 

 

 

বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদিন অধিবেশনের শুরুতেই দেখা যায়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছেন। এরপরেই শুরু হয়ে বিক্ষোভ। তিপ্রামোথার বিধায়কদের দেখা যায়, স্পিকারের সামনে থাকা টেবিলে উঠে বিক্ষোভ প্রদর্শন করছেন। দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই বিক্ষোভ। কাগজ ছুঁড়ে ফেলতে দেখা যায় তাদের। সব মিলিয়ে বিক্ষোভে উত্তাল ত্রিপুরা বিধানসভা।

 

 

আরও পড়ুন –   ত্রিপুরার তৃণমূল কংগ্রেসে ভাঙন, প্রাক্তন TMC সভাপতি যোগ দিলেন বিজেপিতে ,

 

 

 

 

বিধানসভায় বিধায়ক যাদব লাল নাথ নীল ছবি দেখেছেন, তাঁর মোবাইলে। এই ঘটনার কোনও কিছু করেনি রাজ্য সরকার। তাই শুক্রবার বিধানসভায় দাবি তোলে বিক্ষোভ দেখান বিরোধী ও বাম কংগ্রেস।

 

 

আরও পড়ুন –   পঞ্চায়েত নির্বাচনের লাঞ্চে দারুণ আয়োজন ডান-বাম সবপক্ষের , জেনে নিন কোন দলের…

 

 

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top