টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বন্যা পরিস্থিতি, উদ্ধারকার্যে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনা

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বন্যা পরিস্থিতি, উদ্ধারকার্যে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
fllood

গত সপ্তাহে লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের প্রায় ৬ টি জেলায় বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ একাধিক জায়গার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা বৃষ্টির পাশাপাশি বাঁধ এবং ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে আরও সংকটজনক পরিস্থিতি তৈরি হয়। জলের তলায় চলে গিয়েছে প্রায় ৯০ টি গ্রাম।

হুগলির খানাকুলের অবস্থা খুবই সংকটজনক। ওই এলাকায় একটি একতলা বাড়ির ছাদ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। তাঁরা ৪৮ ঘণ্টা ধরে কিছুই পেটে দেননি বলে জানান। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধারকার্য চালানো হয়। ইতিমধ্যেই ওইসব এলাকা থেকে প্রায় ২.৫ লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে ত্রাণসামগ্রী।

সোমবার ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, বেশ কিছু এলাকা পুরোপুরি জলের তলায় চলে গেছে। হাজার-হাজার মানুষ আটকে আছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পরিস্থিতির নজর রাখছেন। পরিদর্শনের পর রিপোর্ট জমা দেবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top