৫৬নং ওয়ার্ডের পুষ্পমেলা প্রদর্শন l ৭নং বোরোর চেয়ার পারসন সুস্মিতা ভট্টাচার্যের তত্ত্বাবধানের ৫৬নং ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দারের পরিচালনায় গাঙ্গুলী ময়দানে চারদিন ধরে পুষ্পমেলা ও সঙ্গীতনুষ্ঠান ৩রা ফেব্রুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বহু বছর পর এই প্রথম স্বপন সমাদ্দারের পরিচালনায় পুষ্পমেলা শুরু হল।এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও মেলার উদ্বোধন করেন উপমহানাগরিক ও বিধায়ক অতীন ঘোষ । তাছাড়া বিশিষ্টদের মধ্যে ছিলেন মেয়র পারিষদের সদস্য ও বিধায়ক দেবাশিস কুমার, ৭নং বারো চেয়ারপারসন সুস্মিতা ভট্টাচার্য, উদ্যান বিভাগের ডিজি কমল কুমার সহ আরও অনেকে।
অন্যদিকে শান্তিপুর পুরসভা আয়োজনে পুষ্প প্রদর্শনী মেলার দ্বিতীয় দিনের শুরু থেকেই বিশিষ্ট বেশ কিছু সঙ্গীত শিল্পীর সমন্বয়ে জমজমাট হয়ে ওঠে পুষ্প প্রদর্শনী মেলা প্রাঙ্গণ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে পাবলিক লাইব্রেরীর মাঠে তিল ধারন করার জায়গা পর্যন্ত ছিল না। শেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন – পুলিশ ফিরল ইট-পাথর, তাড়া খেয়ে! বুলডোজ়ার নিয়ে উচ্ছেদ অভিযান মধ্যপ্রদেশে,
এরপরেই লক্ষ্য করা যায় ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়কে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করেন শান্তিপুর পুরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ পৌরসভার প্রতিনিধিরা। যদিও পুষ্প প্রদর্শনী মেলার আরও দু’দিন বাকি। এই দুদিনই মঞ্চ কাঁপাতে আসতে চলেছেন স্বনামধন্য আরও এক ঝাঁক তারকা। এখন দেখার বাকি দু’দিনে কতটা জমজমাট হয়ে ওঠে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের পুষ্প প্রদর্শনী মেলা
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )



















