বিদেশি মদ ‘জলের দরে’! বিক্রি বৃদ্ধির হারও কমেছে স্কচের ,

বিদেশি মদ ‘জলের দরে’! বিক্রি বৃদ্ধির হারও কমেছে স্কচের ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশি মদ ‘জলের দরে’! বিক্রি বৃদ্ধির হারও কমেছে স্কচের , সুরাপ্রেমীদের পছন্দের তালিকায় স্কচ, হুইস্কির স্থান থাকে একেবারে উপরের দিকে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত ব্র্যান্ডের স্কচ হুইস্কির পাওয়া যায়, তার মধ্যে অনেক স্কচ তৈরি হয় ভারতেই। সেগুলিকে বলে বিআইআই (বটলড ইন ইন্ডিয়া)। একাধিক জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে সেই তালিকায়। কিন্তু বিদেশি মদের বিক্রি হু হু করে বেড়েছে দিল্লি ও মুম্বইয়ে। তুলনায় বিআইআই স্কচের বিক্রি সে তুলনায় বাড়েনি। এমনকি বিক্রি বৃদ্ধির হারও কমেছে এই সমস্ত মদের ক্ষেত্রে।

 

 

 

 

 

 

 

 

উদাহরণ স্বরূপ বলা যায়, ভারতে প্রস্তুত একটি ব্র্যান্ডের স্কচ-হুইস্কির ৭৫০ মিলিলিটারের দাম প্রায় ১৬০০ টাকা। এক পেটি (১২টি ৭৫০ মিলি বোতল) মদের ক্ষেত্রে শুল্ক দিতে হয় প্রায় ৬ হাজার ৯৬২ টাকা। অন্য দিকে একটি বিদেশি ব্র্যান্ডের মদের দাম প্রায় একই। তার এক পেটি মদের ক্ষেত্রে শুল্ক দিতে হয় ৩ হাজার ৬০০ টাকা। এর জেরে ওই সমস্ত মদের দাম যা দাম তার তুলনায় কমে পাওয়া যাচ্ছে। বিআইআই স্কচের ক্ষেত্রে হচ্ছে না। এ নিয়ে আবগারি শিল্পের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ বলেছেন, “আবগারি নীতির জন্য প্রিমিয়াম ব্র্যান্ডগুলির ব্যবসা করা সহজ হচ্ছে। এর জেরে ভারতের প্রিমিয়াম লিকার সেগমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

 

 

 

 

 

আরও পড়ুন –  বর্ষায় সদ্যোজাতদের সুরক্ষিত রাখবেন কী করে?

 

 

 

 

দিল্লি ও মুম্বইয়ে আবগারি নীতির পরিবর্তনের কারণেই বিদেশি মদগুলির দাম কমেছে বলে জানা গিয়েছে। যে সমস্ত মদ বিদেশে তৈরি হয়ে সেখান থেকে বোতলবন্দি হয়ে ভারতে আসে। সেই সব মদের ক্ষেত্রে দিল্লি ও মুম্বইয়ে আবগারি শুল্ক এক ধাক্কায় ৩০০ শতাংশ থেকে কমে হয়েছে ১৫০ শতাংশ। এর জেরে দাম কমেছে। যার জেরে সুরাপ্রেমীরা আরও বেশি করেছে ঝুঁকেছেন সেই মদ কেনার ক্ষেত্রে। অন্য দিকে বিদেশে তৈরি হলেও ভারতে যে সমস্ত মদ বোতলবন্দি (বিআইআই) করা হয়। সে গুলির ক্ষেত্রে শুল্কের তেমন পরিবর্তন হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top