Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বুদ্ধবাবুর সাদা অ্যাম্বাসাডর দাঁড়িয়ে অপেক্ষায়

হাসপাতালে লড়ছেন বুদ্ধবাবু, তাঁর সাদা অ্যাম্বাসাডর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা….

হাসপাতালে লড়ছেন বুদ্ধবাবু, তাঁর সাদা অ্যাম্বাসাডর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা….

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাসপাতালে লড়ছেন বুদ্ধবাবু, তাঁর সাদা অ্যাম্বাসাডর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা…. প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb-Bhattacharjee) হাসপাতালে চিকিৎসাধীন। সাদা অ্যাম্বাসাডর। নম্বর ডব্লুবি ০৬০০০২। এ গাড়ি ব্যবহার করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শনিবার বুদ্ধবাবু শ্বাসকষ্ট নিয়ে আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে এই অ্যাম্বাসাডর দাঁড়িয়ে রয়েছে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে।

 

 

 

 

 

দুধসাদা এই অ্যাম্বাসাডর এখন অনেকটাই জৌলসু হারিয়েছে। বুলেট প্রুফ কাচ এখনও রয়েছে গাড়িতে। তবে রং চটেছে গাড়ির বিভিন্ন অংশের। কোথাও আবার সামান্য মরচেও ধরেছে। তবু এ গাড়ি ‘ব্র্যান্ড বুদ্ধ’র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সফেদবসনে এই অ্যাম্বাসাডরে চেপেই কখনও বুদ্ধবাবু (Buddhadeb-Bhattacharjee) গিয়েছেন আলিমুদ্দিনে, কখনও মহাকরণে। বুদ্ধদেব ভট্টাচার্যর নামের সঙ্গে এই সাদা অ্যাম্বাসাডর যে সেই কবেই আষ্টেস্পৃষ্টে জড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন, সঙ্গে এই অ্যাম্বাসাডরটি। শনিবার বিকালে বুদ্ধবাবু (Buddhadeb-Bhattacharjee) যখন হাসপাতালে এলেন সিসিইউ অ্যাম্বুল্যান্সে শুয়ে, পিছু পিছু এসেছে সাদা অ্যাম্বাসাডরটি। হাসপাতালে বুদ্ধদেব, বাইরে দাঁড়িয়ে তাঁর গাড়ি ফের ছোটার অপেক্ষায়।

 

 

 

 

আরও পড়ুন –   সঙ্কটজনক বুদ্ধদেব, থাকতে হবে ভেন্টিলেশনেই

 

 

আরও পড়ুন –   ‘আবার প্রলয়’-এ অভিনয় করেছেন সেচমন্ত্রী ,অভিনেতা শাশ্বত বললেন রাজনীতি ছেড়ে দাও পার্থ,…

 

 

 

 

 

২০১৮ সালে যখন নাকে অক্সিজেনের নল লাগিয়ে ব্রিগেডে গিয়েছিলেন, সে সময়েও এই সাদা অ্যাম্বাসাডরই ছিল তাঁর সঙ্গী। শরীর তখনও খারাপ। তাই ব্রিগেডের মাঠের পাশে গাড়ি গিয়ে দাঁড়ালেও নামতে পারেননি। গাড়িটা ঘিরে রেখেছিল মানববন্ধন। ২০২১ সালে আবার যখন সিপিএম ব্রিগেড করল, সেবার সিপিএমের প্রত্যেক সমর্থক অপেক্ষায়-উৎকণ্ঠায়। এই বুঝি সেই সাদা অ্যাম্বাসাডরটা এসে থামল। এই বুঝি মঞ্চ থেকে ঘোষণা হবে, ‘বুদ্ধবাবু আসছেন’। যদিও তা হয়নি। শরীর তখন একেবারেই ভাল ছিল না তাঁর।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top