নিজস্ব সংবাদদাতা নিউটাউন ৫ ডিসেম্বর ২০২০: নিউটাউনে রাতের শহরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার। ঘটনাটি ঘটেছে নিউটাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন মাঠে।
অভিযুক্তদের গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ।গতকাল রাতে নিউটাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, একজন যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল। পূর্ব পরিচিত ওই যুবক ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে আনে। অভিযুক্তদের আজ বারাসাত আদালতে তোলা হবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই গণধর্ষণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাবে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে নিউটাউনের মত একটি জায়গায় কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটল।
আরও পড়ুন…নৌসেনা দিবসে ভারতীয় নৌবাহিনীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা