নিউটাউনে ওএলক্স-এ বাড়ি ভারা দেওয়ার নামে প্রতারণা

নিউটাউনে ওএলক্স-এ বাড়ি ভারা দেওয়ার নামে প্রতারণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাদাতা, নিউটাউন, ১০ অক্টোবর, ২০২০ : নিউটাউন, চিনারপার্ক ও কেষ্টপুরের বিভিন্ন এলাকায় প্রায় দু বছর ধরে ঘর ভাড়া নিয়ে সেই বাড়ির ছবি তুলে ওএলক্স(olx) সহ বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দিয়ে বলা হত বিক্রি ও ভাড়া আছে।এই ভাবে বিভিন্ন মানুষকে প্রতারনা করতো।সেই প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই আইটি কর্মী।নিউটাউন এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর , নিউটাউন থানায় একাধিক অভিযোগ হয় যে তাদের বাড়ির ছবি তুলে olx সহ বিভিন্ন সোশ্যাল সাইডে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে তাদের বাড়ি ভাড়া দেওয়া হবে বা বিক্রি আছে।এর পর বিভিন্ন মানুষ সেই বাড়িতে গিয়ে যোগাযোগ করে জানতে পারতো যে এরকম কোন বিজ্ঞাপন দেওয়া হয়নি।নিউটাউন থানায় অভিযোগ হওয়ার পর পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে নিউটাউন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে। দুজনই আইটি কর্মী।এরা বিহারের বাসিন্দা। আরো বেশি করে অর্থ উপার্জনের জন্য এই প্রতারনার চক্র বেছে নেয় তাঁরা।এমনকি সেই বিজ্ঞাপনের সাথে তাদের ফোন নম্বরও দেওয়া ছিল ।সেই নাম্বারে যখন ভাড়া নেওয়ার জন্য কেউ যোগাযোগ করতো তাদের প্রথমে তাদের দেওয়া ব্যাংক একাউন্টে অগ্রিম টাকা দিতে হত।কিন্তু তার পরেও তারা ঘর পেত না।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top