নিজস্ব সংবাদদাতা,সল্টলেক, ১২ অক্তবর,২০২০ :করোনা প্রতিরোধে অত্যাবশ্যকীয় মাক্স স্যানিটাইজার গ্লাভস বিক্রি করার নামে প্রতারণা চালাত দুই যুবক।।৫ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগে উঠেছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, গত চৌঠা সেপ্টেম্বর বিধান নগর উত্তর থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করে। করোনাভাইরাস অতিমারি তে অত্যাবশ্যক সরঞ্জাম মাক্স স্যানিটাইজার গ্লাভস ইত্যাদি অনলাইনে বুক করা হতো নির্দিষ্ট নাম্বারে। এবং ডেলিভারি দেওয়ার সময় তাদের বাড়ির সামনে গাড়ি লাগিয়ে প্রথমে বিল নিয়ে নির্দিষ্ট দোকানে ঢুকে বিল দিয়ে টাকা নিয়ে নিত। পরবর্তী সময় এ বিভিন্ন বাহানা দেখিয়ে গাড়িটি প্রথমে অন্যত্র চলে যেত গাড়ির ড্রাইভার ফোন করে অন্য জায়গায় ডেলিভারি হওয়ার পরে মাল ডেলিভারি হবে। এই ভাবেই প্রতারণা চালাত একটি রেকেট।
আরও পড়ুন…চিৎপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তর বিধান নগর থানার পুলিশ বেলেঘাটা থেকে গ্রেপ্তার করে বিশ্বজিৎ দাস অভিজিত দে । আজ তাদের বিধাননগর আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।