কেজরীবালের পথে হাঁটলেন সিদ্দিরামাইয়া, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করার ঘোষণা মুখ্যমন্ত্রীর , ক্ষমতায় আসার পরই ছাত্রছাত্রী ও মহিলাদের জন্য দিল্লিতে ফ্রি বাস পরিষেবা (Free bus services) চালু করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এবার সেই একই পথে হাঁটলেন সিদ্দিরামাইয়া। দ্বিতীয়বার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর (Karnataka CM) মসনদে বসার পরই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করলেন তিনি। কংগ্রেসের ‘শক্তি’ প্রকল্পের অধীনেই আগামী ১১ জুন থেকে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া (CM Siddaramaiah)। শুধু তাই নয়, আগামী ১১ জুন বাস কন্ড্রাক্টরের ভূমিকাতেও দেখা যাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে।
সূত্রের খবর, ‘শক্তি’ প্রকল্পের অধীনে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার পাশাপাশি আরও চারটি প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যার মধ্যে রয়েছে ‘অন্ন ভাগ্য’ প্রকল্প। এই প্রকল্পের অধীনের প্রতি মাসে পরিবারের প্রত্যেক সদস্য বিনামূল্যে ১০ কেজি চাল পাবেন। এছাড়া অগাস্টে চালু হবে ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্প, যার অধীনে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রী প্রতি মাসে ২ হাজার টাকা পাবেন। এছাড়া ‘গৃহজ্যোতি’ প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে এবং ‘যুব নিধি’ প্রকল্পের অধীনে স্নাতক পাশ ছাত্রছাত্রীদের ৩ হাজার টাকা ও ডিপ্লোমা স্নাতকদের দেড় হাজার টাকা দেওয়া হবে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কেম্পেগৌদা বাসস্ট্যান্ডটি ম্যাজেস্টিক বাসস্ট্যান্ড হিসাবে পরিচিত। সেই বাসস্ট্যান্ড থেকেই চালু হওয়া BMTC-র ৪৩ নম্বর রুটের বাসে কন্ড্রাক্টর হিসাবে দেখা যাবে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। ওই বাসটি ম্যাজস্টিক বাসস্ট্যান্ড থেকে কর্ণাটক বিধানসভা পর্যন্ত যাবে। তারপর বিধানসভাতেও ‘শক্তি’ প্রকল্পের অধীনে বিশেষ অনুষ্ঠান রেখেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – ইডির তলবে ‘সুজয়-ঘনিষ্ঠ’ সিভিক এলেন সিজিও-তে, কালীঘাটের কাকুর নির্দেশে ফোন থেকে তথ্য…
আগামী ১১ জুন থেকে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হবে। সেই বাস পরিষেবা চালু করার উদ্বোধনী অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে বাস কন্ড্রাক্টরের ভূমিকায় দেখা যাবে। বেঙ্গালুরুর কেম্পেগৌদা বাসস্ট্যান্ড থেকে চালু হওয়া BMTC বাসের কন্ড্রাক্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।