বিনামূল্যে প্রবেশাধিকার তাজমহল-আগ্রা ফোর্টেও ,নারী দিবসে ফ্রি ট্রাভেল পরিষেবা শুরু

বিনামূল্যে প্রবেশাধিকার তাজমহল-আগ্রা ফোর্টেও ,নারী দিবসে ফ্রি ট্রাভেল পরিষেবা শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনামূল্যে প্রবেশাধিকার তাজমহল-আগ্রা ফোর্টেও ,নারী দিবসে ফ্রি ট্রাভেল পরিষেবা শুরু,সমাজে মহিলা ও পুরুষ উভয়ের অধিকার সমান করার প্রচেষ্টা এখনও বর্তমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সারা বিশ্বে আজ সচেতনতা বৃদ্ধি ও নারী অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকার পর্যটকদের জন্য দুরন্ত অফার দিয়েছে। তাজমহল ও আগ্রা ফোর্ট-সহ উত্তর প্রদেশের বিভিন্ন স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশের ঘোষণা করেছে। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে সমস্ত সরকারি বাসে আজ মহিলাদের জন্য কোনও টিকিট কাটার ব্যবস্থা করা হয়নি। শহরের যেখানেই যান না কেন, বাসে উঠলে বিনামূল্যেই যাতায়াত করতে পারবেন মহিলারা।

 

 

 

এ বছর নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের ফ্রি ট্রাভেল পরিষেবা দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল মীরাভান্ডার মিউনিসিপ্যাল কর্পোরেশন। থানে, পুনে,বোরিভালির বাইরে বাসে করে যাতায়াত করলেই মিলবে ফ্রি পরিষেবা। এদিন মহিলাদের সম্মান দেখাতে বিনামূল্যে শহরের মহিলাযাত্রীদের বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

 

 

আরও পড়ুন –উন্মুক্ত শরীরে বিদ্যার পোজ় দেখেই জল্পনা তুঙ্গে,‘দ্য ডার্টি পিকচার’ এর ছবির সিক্যুয়েলই…

আন্তর্জাতিক মহিলা দিবসকে কেন্দ্র করে দেশের বিখ্যাত ও জনপ্রিয় তাজমহলে যে বিনামূল্যে প্রবেশের ঘোষণা করেছে, তাতে সাধারণ পর্যটক থেকে সরকারি আধিকারিকরাও আপ্লুত। কারণ এমন অফার বেশ বিরল। তাজমহল দেখতে এসে পর্যটকরাও অবাক।  এ বছর নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের ফ্রি ট্রাভেল পরিষেবা দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল মীরাভান্ডার মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাদের কথা, আমরা জানতামই না যে আজ তাজমহল ও আগ্রা ফোর্ট দেখার জন্য প্রবেশমূল্য নেই। সরকারের এই ভূমিকায় আনন্দিত আমরা। বিশ্বের প্রত্যেক মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্তরে অধিকার ও সাফল্য অর্জনের জন্য ১৯৭৫ সাল থেকে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে।বিনামূল্যে প্রবেশাধিকার তাজমহল-আগ্রা ফোর্টেও ,নারী দিবসে ফ্রি ট্রাভেল পরিষেবা শুরু,সমাজে মহিলা ও পুরুষ উভয়ের অধিকার সমান করার প্রচেষ্টা এখনও বর্তমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সারা বিশ্বে আজ সচেতনতা বৃদ্ধি ও নারী অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তাজমহল দেখতে এসে পর্যটকরাও অবাক। সাধারণ পর্যটক থেকে সরকারি আধিকারিকরাও আপ্লুত।

 

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top