প্রতিটা দিনই হয় বন্ধুত্বের, তবে একটি দিনও রয়েছে এই বন্ধুত্ব পালন করার। আগস্ট এর প্রথম রবিবার হল সেই দিন। রোজকার ব্যস্ততার জীবনে অনেক সময়ই বন্ধুদের জন্য সময় বার করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই ফ্রেন্ডশিপ ডে -এর এই সুন্দর দিন উদযাপন করতে প্রিয় বন্ধুদের দিতে পারেন কিছু মনের মত উপহার। জেনে নিন কেমন ধরনের উপহারে খুশি করতে পারেন বন্ধুদেরই।
১) যদি অনেক পুরনো কোনো বন্ধুকে উপহার দিতে চান তাহলে ফটো কোলাজ হতে পারে সেরা উপহার। পুরনো ছবির কোলাজ বানিয়ে স্মৃতি বিজরণ করে খুশি করতে পারেন বন্ধুকে।
২) পার্সোনালাইজ উপহার। নিজস্বতা বজায় রেখে হাতের তৈরী কার্ড বা কাগজের ফুল বা সময় পেলে রান্না করে খাওয়াতেও পারেন বন্ধুদের। এতে আড্ডাও জমবে ভালো।
৩) বন্ধুকে উপহার দেওয়ার ক্ষেত্রে বইয়ের বোধ হয় কোনও বিকল্প নেই। বই দিয়ে মনের কথাও সহজে বোঝানো যায় এবং বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতিও।
৪) যদি নতুন বন্ধুত্বের শুরু করতে চান এই সুন্দর দিনটি দিয়ে তাহলে চারা গাছ হলো সবচেয়ে ভালো উপহার। চারা গাছ বন্ধু সম্পর্কে যত্নের জানান দেয়।
৫) যদি উপহার হয় কোনো বন্ধু দলের জন্য তাহলে বরং একটু সময় বার করে দু দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করতেই পারেন। এই উপহারে বন্ধুদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করতে পারবেন।