বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত উৎসবের আমেজে পাড়ায় পাড়ায় ওয়ার্ড উৎসব ঘিরে জমজমাট শিলিগুড়ি। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত উৎসবের আমেজে পাড়ায় পাড়ায় ওয়ার্ড উৎসব ঘিরে জমজমাট শিলিগুড়ি। ক্যালেন্ডার শেষের উৎসবের দিনে বাড়তি উন্মাদনা। শিলিগুড়ি পুরো নিগমের বিভিন্ন ওয়ার্ডে টানা দু’বছর কোভিডকালের পর ওয়ার্ড উৎসব শুরু হয়েছে এবারে।
শিলিগুড়ি পুরো নিগমের ৪৭ টি ওয়ার্ড উৎসবের জন্য বাড়তি অনুমোদন বরাদ্দ করেছে পুরোনিগম। গোটা ওয়ার্ড জুড়ে চলছে পাড়ায় পাড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের তোড়জোড়। মঙ্গলবার শিলিগুড়ি পুরোনিগমের ২১ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্বাশা নামে ওয়ার্ড উৎসবে সূচনা হয়। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল রায়, চেয়ারম্যান প্রত্যুল চক্রবর্তী, মেয়র পারিষদ মানিক দের উপস্থিতিতে ঝাঁকে ঝাঁকে ওয়ার্ড বাসীরা সামিল হন। ধামসা, মাদল সহযোগে কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রভাত ফেরির বর্ণাঢ্য শোভাযাত্রা।
সন্ধ্যায় ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং শিলিগুড়ি পুরনিগমের বর্তমান কাউন্সিলর ডেপুটি মেয়র মেয়র পারিষদদের সংবর্ধিত করা হয়। এদিন শিলিগুড়ি শহরের কুয়াশা চাঁদরের মাঝেই ওয়ার্ডের বাসিন্দারা সামিল হন উৎসবের আনন্দে। কাউন্সিলর কুন্তল রায় বলেন দীর্ঘ দুই বছর পর ওয়ার্ড উৎসব ঘিরে এলাকার আট থেকে আশি সকলে ভীষণভাবে আনন্দ উপভোগ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলার আয়োজন রয়েছে। ৪ জানুয়ারি বিখ্যাত সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির অনুষ্ঠান রয়েছে ওয়ার্ডে।
আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি
এদিকে শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে গত রবিবার বড়দিনে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবে সূচনা করা হয়। প্রায় ছয় বছর পর ওয়ার্ড উৎসবের আয়োজনে মেতে উঠেছে এলাকাবাসীরা। মূলত দীর্ঘ ছয় বছর এই ওয়ার্ড বামেদের দখলে থাকায় অন্যান্য ওয়ার্ডে উৎসবের আয়োজন হলেও ব্যতিক্রমী ভাবে এ সবের থেকে দলীয় নির্দেশ মেনে বিরত থাকতেন কাউন্সিলর। ফলে দীর্ঘ ছয় বছরে ওয়ার্ড উৎসব কখনই দেখেননি ওয়ার্ডের বাসিন্দারা।
এবারে তৃনমূল কাউন্সিলর বিমান তপাদারের হাত ধরে ওয়ার্ড সেজে উঠেছে উৎসবের আমেজে। আনন্দে মেতে উঠেছে এলাকাবাসীরা। ওয়ার্ড উৎসব ঘিরে একেবারে গোটা ওয়ার্ড জুড়ে বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে ৩৪নাম্বার ওয়ার্ডে বসে আঁকো প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডগুলিতেও ক্যালেন্ডার শেষের ইংরেজি নববর্ষের এই বিশেষ ফেস্টিভ সিজনেই গোটা শহরকে উৎসবের আমেজে ভরিয়ে তুলতে ওয়ার্ড উৎসবের আয়োজন চলছে।