Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ইউরোপ ছেড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র

সৌদি প্রো লিগের আল হিলালে সই করেছেন নেইমার, আল হিলালে কী কী সুবিধা পাচ্ছেন ?

সৌদি প্রো লিগের আল হিলালে সই করেছেন নেইমার, আল হিলালে কী কী সুবিধা পাচ্ছেন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সৌদি প্রো লিগের আল হিলালে সই করেছেন নেইমার, আল হিলালে কী কী সুবিধা পাচ্ছেন? ইউরোপ ছেড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar)। এশিয়ার সবথেকে সফল ক্লাব আল হিলালের হয়ে খেলবেন তিনি। প্যারিসের ক্লাব পিএসজি থেকে সৌদি প্রো লিগের আল হিলালে সই করেছেন নেইমার। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে। ৩১ বছর বয়সী নেইমারের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে আল হিলাল (Al Hilal)। অর্থাৎ ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে। এই সময়ের মধ্যে যেমন আকাশছোঁয়া বেতন পাবেন তেমন মিলবে এমন কিছু সুযোগ সুবিধা যা ইউরোপে থাকাকালীন পাননি নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে দলে টানতে কোনও কসুর রাখেনি আল হিলাল কর্তৃপক্ষ। আল হিলালের চুক্তিপত্রে ক্লাবের তরফে নেইমারকে থাকার জন্য ২৫টি বেডরুম বিশিষ্ট একটি ম্যানসন দেওয়া হবে। এছাড়া যাতায়াতের জন্য পাবেন প্রাইভেট জেট।বিলাসিতা ও প্রাচুর্যে ফুটবলারকে ভরিয়ে দিচ্ছে সৌদির ক্লাবটি।

 

 

 

 

 

আল হিলালে যা যা পাচ্ছেন নেইমার

১. বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতন

২. ২৫ বেডরুমের প্রাসাদ

৩. ৪০*১০ মিটারের সুইমিং পুল

৪. বাড়ির কাজকর্মের জন্য পাঁচজন কর্মচারী

৫. বেন্টলে কন্টিনেন্টাল জিটি

৬. এস্টন মার্টিন ডিভিএস

৭. ল্যাম্বরঘিনি হুরাকেন

৮. ২৪ ঘণ্টার জন্য ড্রাইভার

৯. ছুটি কাটানোর সময় যে হোটেলে থাকবেন, যে রেস্তরাঁয় খেতে যাবেন ও অন্যান্য যা যা সার্ভিস নেবেন সবকিছুরই বিল ক্লাবের কাছে পাঠানো হবে।

১০. এছাড়া যাতায়াতের জন্য পাবেন প্রাইভেট জেট

১১. সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবকে প্রমোট করার জন্য প্রতি পোস্টের জন্য ৪.৫ কোটি টাকা রোজগার করবেন।

 

 

 

 

আরও পড়ুন –  বিশ্বকাপের আগে তাজমহলের সামনে এ বার সোনালি ট্রফি, অপেক্ষার ৫০ দিন!

 

 

 

 

গত বছরের শেষ দিকে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।তারপর থেকে ইউরোপিয়ান ফুটবলের তাবড় তাবড় নামগুলি ক্রমাগত সৌদির দিকে ঝুঁকছে।নেইমারের আগে করিম বেঞ্জেমা,সাদিও মানে, এনগোলো কন্তের মতো ফুটবলাররা সৌদিতে গিয়েছেন।যাই হোক,আল হিলালের হয়ে এই দু’বছরের চুক্তিতে নেইমার পাবেন বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতন। অর্থের পাশাপাশি নেইমার এমন সব বিলাসিতায় মুড়ে রাখা হচ্ছে সাধারণ মানুষ যেসবের শুধু স্বপ্নই দেখেন।নেইমার যে বাড়িতে থাকবেন সেখানে ২৫টি বেডরুম থাকবে।মোট তিনটি গাড়ি পাবেন।যেগুলির মোট মূল্য ১৫ কোটি টাকারও বেশি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top