এক সপ্তাহ আগেই খুলে গেল ছবির অগ্রীম বুকিং, মুক্তির আগেই লক্ষ্মীলাভের আশা জাগাচ্ছে ‘গদর ২’ , আমিশা প্যাটেল ও সানি দেওলের এই ছবি এবার বক্স অফিসে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২ ছবি। আবারও পর্দায় ফিরতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল। গদর ছবিতে প্রথম জুটি বেঁধে ছিলেন তাঁরা। কেরিয়ারের শুরুতেই এই ছবির প্রস্তাব গিয়েছিল আমিশা প্যাটেলের কাছে। প্রাথমিকভাবে সকলেই সন্দেহ প্রকাশ করেছিলেন আদপে এই চরিত্রে আমিশা প্যাটেল অভিনয় করতে পারবেন কি না? তবে ছবি মুক্তিতে তিনি প্রমাণ করেছিলেন, তিনি এই চরিত্রের জন্য পারফেক্ট। তবে একটা সময় একের পর এক ছবির প্রস্তাব অভিনেত্রীর ঝুলিতে থাকলেও মাঝে বলিউড থেকে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলেন আমিশা প্যাটেল। আবারও সেই গদর ছবির হাত ধরেই সিনেদুনিয়ায় ফেরা।
গদর ২ ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি OMG 2 ছবি। এই দুই ছবি বক্স অফিসে রকি অউর রানি কি প্রেম কহানির সঙ্গে কড়া টক্করে নামবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে যখন বলিউডের বিগ বাজেট ছবি বক্স অফিসে সমীকরণ জমাতে সফল হয়নি, তখনই আবার অন্যদিকে গদর ২ যেন সকলকে চমকে দিয়ে বক্স অফিসে ঝড় তুলল। এই ছবি নিয়ে এখন বেজায় আশাবাদী দর্শকেরা। অগ্রীম বুকিং-এই এই ছবি মোটা টাকা আয় করার পথে।
আরও পড়ুন – Instagram-এর বড় পদক্ষেপ, আর DM করতে পারবেন না
আমিশা প্যাটেল ও সানি দেওলের এই ছবি এবার বক্স অফিসে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। এক সপ্তাহ আগেই খুলে গেল ছবির অগ্রীম বুকিং। আর তারপর থেকেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট। ইতিমধ্যেই ৯০,৮৮৫ টি টিকিট ব্রিকি হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, একসপ্তাহ আগে কেবল অগ্রীম বুকিং-এ এই ছবি ঘরে তুলল ২.৪২ কোটি টাকা। তবে ছবির টিকি সর্বাধিক বিক্রি হয়েছে দিল্লিতে। তারপর মুম্বই, পুনে ও ব্যাঙ্গালুরুতে। সম্প্রতি এই মর্মে একটি টুইটও করে সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ। ১৭ বছর পর মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল।