জোজিলা সুড়ঙ্গ এশিয়ার বৃহত্তম সুড়ঙ্গ হবে : গড়করি

জোজিলা সুড়ঙ্গ এশিয়ার বৃহত্তম সুড়ঙ্গ হবে : গড়করি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নয়াদিল্লি, ১৫ অক্টোবর, ২০২০ঃ কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে জোজিলা সুড়ঙ্গ নির্মাণের জন্য বিস্ফোরণের মাধ্যমে পাহাড় খনন প্রক্রিয়ার সূচনা করেছেন।  এ সম্পর্কে গড়করি বলেন, জোজিলা সুড়ঙ্গপথটি ১ নম্বর জাতীয় মহাসড়কের সঙ্গে শ্রীনগর উপত্যকা ও লাদাখের মধ্যে সব মরশুমের উপযোগী যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে। তিনি আরও বলেন, এই সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে জম্মু ও কাশ্মীরে সামগ্রিক অর্থনৈতিক তথা সামাজিক-সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। 

উল্লেখ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় ১৪.১৫ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এখানে যে গিরিপথটি রয়েছে, তা বছরে ছয় মাস যান চলাচলের উপযোগী। এমনকি, এই গিরিপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি অংশ। গড়করি বলেন, এই সুড়ঙ্গ নির্মিত হলে তা ভূ-কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। জোজিলা সুড়ঙ্গ এশিয়ার বৃহত্তম সুড়ঙ্গ হয়ে উঠতে চলেছে বলে জানিয়ে গড়করি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থায় অভাবনীয় অগ্রগতি হবে। তিনি জানান, সুড়ঙ্গ নির্মাণের নকশা পুনরায় তৈরি করার ফলে প্রায় ৪ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

আরও পড়ুন…আজ নবান্ন থেকে ১১০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে তিনি বলেছেন, সততার পন্থা অবলম্বন করে কম খরচেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ছয় বছরের মধ্যেই এই সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হবে এবং বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top