Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Take a vacation and visit the Flower Kingdom of Gadkhali once in a while.

ছুটির অবসরে একবার সময় করে ঘুরে আসুন ফুলের (Flower) রাজ্য গদখালী (Gadkhali) থেকে

ছুটির অবসরে একবার সময় করে ঘুরে আসুন ফুলের (Flower) রাজ্য গদখালী (Gadkhali) থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Gadkhali
ছুটির  অবসরে একবার সময় করে ঘুরে আসুন ফুলের (Flower) রাজ্য গদখালী (Gadkhali) থেকে
ছবি সংগ্রহ সাইন টিভি

ফুল (Flower) ভালোবাসেনা এমন মানুষ বিশ্বে নেই বললেই চলে। ফুলের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা চিরন্তন। তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন ফুলের (Flower) রাজ্য গদখালী থেকে। বাংলাদেশের যশোরে অবস্থিত গদখালী (Gadkhali) । সকালে ফুলের পাইকারি বাজার ঘুরে দেখতে পারেন।   যশোর জেলার ঝিকরগাছা ও শার্শা থানার প্রায় পাঁচ হাজার বিঘা জমিজুড়ে শুধু রঙের সমাহার। মনে হবে, সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা বিছিয়ে রাখা হয়েছে।

 

এখানে চাষিরা তাঁদের জমিতে শুধু ফুলই (Flower) চাষ করে থাকেন। এসব এলাকায় বাতাসে ফুলের সৌরভ আর প্রজাপতির ডানার সৌন্দর্য যেন অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি করেছে।  সারা বাংলাদেশে ফুল সরবরাহ করা হয় এই গদখালী (Gadkhali) পাইকারি বাজার থেকে। বিয়েসহ বিভিন্ন প্রোগ্রামে প্রতিদিনই ফুলের চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ বেশি। বর্ষবরণ, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ছাড়াও শুধু ভালোবাসা দিবসেই প্রায় ৫০ কোটি টাকার ফুল কেনাবেচা হয়।

 

আর ও পড়ুন     আফগানিস্তানের (Afghanistan) কাবুল (Kabul) বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খলা

 

এসব এলাকায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরনের ফুল।  ১৯৮২ সালের দিকে শের আলি সরদার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এ দেশে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালী (Gadkhali) । প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে। এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল। বাংলাদেশের ৭০-৭৫ ভাগ ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে যশোর থেকে।

 

থাকা-খাওয়া

দুপুরে খাওয়ার জন্য পাইনশারাতে ভাতের হোটেল আছে। তা ছাড়া গদখালী বাজারেও কয়েকটা হোটেল পাবেন। ঝিকরগাছা বাজারে ভালো মানের খাবার পাবেন কবির হোটেলে। রাতে থাকতে হলে আপনাকে অবশ্যই যশোরে যেতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top