শুরুতেই বিপত্তি, স্থগিত হল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ

শুরুতেই বিপত্তি, স্থগিত হল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ শ্রী হরি কোটা থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল গগন যানের পরীক্ষামূলক। কিন্তু শুরুতেই বাঁধা। গগনযান মিশনের প্রথম টেস্ট ভেহিকেলের উড়ান। একবারে শেষ পর্যায়ে এসে কাউন্টডাউন শেষ হওয়ার পর স্থগিত করে দেওয়া হয় মিশন। প্রথমে মিশন শুরুর কথা ছিল সকাল আটটায়। তারপর তা আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। তারপর আবার তা পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। হিসাব মতো পৌনে ন’টায় উড়ানের উৎক্ষেপণের কথা ছিল। চলছিল কাউন্টডাউন পর্বও। কিন্তু কাউন্টডাউন শেষে ওড়েনি গগনযান টেস্ট ভেহিকেলটি। কিছু যান্ত্রিক সমস্যার কারণে উড়ানটি স্থগিত করা হয়। স্থগিতের ঘোষণা করেন ইসরো চিফ এস সোমনাথ।

আরও পড়ুন: পুজোতেও বৃষ্টির চোখ রাঙানি? কি বলছে হাওয়া অফিস

২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করতে আজ প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করার কথা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আজ সকাল আটটার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণ আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এই আবহে জানানো হয়, আজ সকাল সাড়ে আটটায় হবে সেই উৎক্ষেপণ। পরে আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ। পরে ইসরো প্রধান জানান, আপাতত পরীক্ষামূলক উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে।  

 

প্রসঙ্গত, আজ ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার মতো উপরে উড়ে যাওয়ার কথা ছিল ‘টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১’। আজ যে রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল, তাতে আছে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’। ২০২৫ সালে যখন গগনযান মিশন হবে, তখন নভোশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’ কতটা সুরক্ষিত থাকবে, তা যাচাই করে দেখতেই আজকের এই পরীক্ষা চালানোর পরিকল্পনা করে ইসরো।  

ইসরো জানায়, পরীক্ষামূলক উৎক্ষেপণে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার ওপরে পাঠানো হবে TV-D1-কে। সেখানে উঠে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’ আলাদা হয়ে যাবে। খুলে যাবে প্যারাশ্যুট। তারপর তা ফের পৃথিবীর দিকে নেমে আসবে সেটি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবতরণ করবে সেই মডিউল। সেটি উদ্ধার করে নিয়ে আসবে ভারতীয় নৌবাহিনী। সেজন্য সুরক্ষিত দূরত্বে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে। ডুবুরিরা থাকবেন। তাঁরাই ক্রেন দিয়ে ক্রিউ মডিউল তুলে রাখতে সাহায্য করবে। 

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top